ইউনিসেক্স কন্ডোম তৈরি হয়ে গেল। বিশ্বে এই প্রথম এই কন্ডোম তৈরি হয়েছে। যা পুরুষ ও নারী উভয়েই ব্যবহার করতে পারবেন। মালেশিয়ার এক চিকিৎসক এই কন্ডোম বানিয়েছেন।
এই কন্ডোমের নাম Wondaleaf Unisex Condom। মালেশিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, এই কন্ডোম পরীক্ষিত। এবং এর দ্বারা গর্ভধারণ রোখা সম্ভব। এর প্রয়োগও সফল হয়েছে।
ওই চিকিৎসকের নাম জন নাগ ইঙ্গ চিন। তিনি জানিয়েছেন, এই কন্ডোম আর ৫টা কন্ডোমের মতোই দেখতে। তবে এই কন্ডোমের মধ্য়ে চামড়ায় লেগে থাকার মতো একটা কভার রয়েছে। পুরুষ ও মহিলারা তা সহজেই ব্যবহার করতে পারবেন।
ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এই কন্ডোমর দুটো দিকই ব্যবহার করা যাবে। অর্থাৎ দুবার সঙ্গমের সময় এর ব্যবহার সম্ভব। একটি প্যাকেটে থাকে দুটো কন্ডোম। দাম ২৭১ টাকা।
আর এক ডজন কন্ডোমের দাম ৭০০ টাকার কিছু বেশি। এই কন্ডোম বানানোর জন্য Polyurethane নামক পদার্থের ব্যবহার করা হয়েছে। যা সাধারণত ড্রেসিং করার কাজে লাগে।
জন নাগ ইঙ্গ চিন আরও জানিয়েছেন, এই কন্ডোম আর পাঁচটা কন্ডোমের মতো মোটা নয়। পাতলা। ফলে কেউ ব্যবহার করলে নিজেও বুঝতে পারবেন না তিনি কন্ডোম পরে আছেন।