scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Unisex Condom : চলে এল ইউনিসেক্স কন্ডোম, ছেলে-মেয়ে উভয়েই ইউজ করতে পারে

ছবিটি প্রতীকী
  • 1/7

ইউনিসেক্স কন্ডোম তৈরি হয়ে গেল। বিশ্বে এই প্রথম এই কন্ডোম তৈরি হয়েছে। যা পুরুষ ও নারী উভয়েই ব্যবহার করতে পারবেন। মালেশিয়ার এক চিকিৎসক এই কন্ডোম বানিয়েছেন। 

ছবিটি প্রতীকী
  • 2/7

এই কন্ডোমের নাম Wondaleaf Unisex Condom। মালেশিয়ার ওই চিকিৎসক জানিয়েছেন, এই কন্ডোম পরীক্ষিত। এবং এর দ্বারা গর্ভধারণ রোখা সম্ভব। এর প্রয়োগও সফল হয়েছে। 

ছবিটি প্রতীকী
  • 3/7

ওই চিকিৎসকের নাম জন নাগ ইঙ্গ চিন। তিনি জানিয়েছেন, এই কন্ডোম আর ৫টা কন্ডোমের মতোই দেখতে। তবে এই কন্ডোমের মধ্য়ে চামড়ায় লেগে থাকার মতো একটা কভার রয়েছে। পুরুষ ও মহিলারা তা সহজেই ব্যবহার করতে পারবেন। 

Advertisement
ছবিটি প্রতীকী
  • 4/7

ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এই কন্ডোমর দুটো দিকই ব্যবহার করা যাবে। অর্থাৎ দুবার সঙ্গমের সময় এর ব্যবহার সম্ভব। একটি প্যাকেটে থাকে দুটো কন্ডোম। দাম ২৭১ টাকা। 

ছবিটি প্রতীকী
  • 5/7

আর এক ডজন কন্ডোমের দাম ৭০০ টাকার কিছু বেশি। এই কন্ডোম বানানোর জন্য Polyurethane নামক পদার্থের ব্যবহার করা হয়েছে। যা সাধারণত ড্রেসিং করার কাজে লাগে। 

ছবিটি প্রতীকী
  • 6/7

জন নাগ ইঙ্গ চিন আরও জানিয়েছেন, এই কন্ডোম আর পাঁচটা কন্ডোমের মতো মোটা নয়। পাতলা। ফলে কেউ ব্যবহার করলে নিজেও বুঝতে পারবেন না তিনি কন্ডোম পরে আছেন। 

ছবিটি প্রতীকী
  • 7/7

আগামী ডিসেম্বর মাসে এই কন্ডোম বাজারে আসবে। মালেশিয়ার বাডারে প্রথম পাওয়া যাবে এই কন্ডোম। তারপর তা বিশ্বের বাজারে ছড়াবে। 
 

Advertisement