
প্রেমের জোয়ারে ভেসে গেলে জীবনের সব সমস্যা ক্ষণিকের মধ্যে উবে যায়। তখন শুধুই বসন্ত। সব সমস্যাই ছোটখাট। সব চ্যালেঞ্জেই ক্ষীণ।

তবে মুশকিল হল, ভালোবাসার সম্পর্কে থাকার পরও অনেক পুরুষের মধ্যেই প্রেম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তাঁরা বুঝতেই পারেন না যে প্রিয় মানুষটি তাঁকে মন থেকে ভালোবাসেন কি না!

যদিও এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা করবেন না। বরং এমন কয়েকটি টেকনিক জেনে নিন, যার মাধ্যমে প্রেমিকা আপনাকে মন থেকে ভালোবাসেন কি না, সেটা সহজে বোঝা সম্ভব হয়। তারপর নিজের সম্পর্কের অন্দরে এই বিষয়গুলি খোঁজার চেষ্টা করুন।

আপনার প্রেমিকা কি আপনাকে চোখে হারান? আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারেন না? তাহলে বুঝতে হবে তিনি আপনাকে ভালোবাসেন।

প্রেমিকা কি অধিকাংশ ক্ষেত্রেই মেনে নেন আপনার কথা? তাহলে বুঝবেন তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন। তাই তাঁর সঙ্গে জীবনে এগিয়ে যান।

আপনি অন্য মহিলার সঙ্গে কথা বললে কি রেগে যান প্রেমিকা? তাঁর মনে কি ঈর্ষা দেখতে পান? তাহলে বুঝবেন আপনি সঠিক নারীকেই বেছে নিয়েছেন।

জীবনের বড় কোনও সমস্যার বিষয়ে আপনার কাছে প্রেমিকা যদি মতামত চান, তাহলে বুঝতে হবে, আপনি সঠিক নারীর সঙ্গে রয়েছেন। তাই চিন্তার কিছু নেই।

তিনি যদি নিজের মতামত আপনার উপর জোর করে না চাপিয়ে দেন, আপনার মনের কথাও তিনি যদি ধরতে পারেন, তাহলেও চিন্তার কিছু নেই। তিনি আপনাকে ভীষণই ভালোবাসেন।