
ডায়াবেটিস একটি জটিল অসুখ। আর এই রোগে আক্রান্ত হলে কিছু জিনিস মেনে চলতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। কিডনি, নার্ভ ও চোখের হতে পারে ক্ষতি।

তাই ডায়াবেটিস নিয়ে সাবধান করেন বিশেষজ্ঞরা। তাঁরা এই রোগকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন। আর সেই কাজটা করতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের কাছে কিছু খাবার ক্ষতিকর। এই সব খাবারগুলি থেকে বিপদ হতে পারে। তাই সবার আগে এই সব খাবার থেকে দূরত্ব তৈরি করতে হবে। আর সেই তালিকাটি এখানে দেওয়া হল।

প্রথমেই ফাস্ট ফুড খাওয়া ছাড়ুন। এই খাবারে রয়েছে মিষ্টি এবং নুন। পাশাপাশি এর ক্যালোরি ভ্যালুও খুবই বেশি। তাই চেষ্টা করুন ফাস্ট ফুড থেকে দূরত্ব তৈরি করার।

মিষ্টিও শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এটা সুগার হুট করে বাড়িয়ে দিতে পারে। তাই কোনওভাবেই মিষ্টি খাওয়া যাবে না। তবে সরস্বতী পুজোয় একটা মিষ্টি খেলে খুব একটা বেশি ক্ষতির আশঙ্কা নেই।

এখন অনেকেই সসেজ, বেকনের মতো প্রসেসড খাবার খান। আর এই সব খাবারই ভীষণ সমস্যা করে শরীরে। তাই ডায়াবেটিস থাকলে ভুলেও খাবেন না প্রসেসড ফুড।

পাউরুটি খেতে খুব ভালোবাসেন? তাহলে যে সাবধান হতে হবে। কারণ, এই খাবার তৈরির মূল উপকরণ ময়দা। যার ফলে পাউরুটি খেলে বিপদ হতে পারে।

আলুর থেকে দূরে থাকতে হবে। এর গ্লাইসেমিক ইনডেক্স বেশি। তাই এই সবজি নয়। এটা খেলেই হু হু করে সুগার লেভেল বেড়ে যেতে পারে। তাই সাবধান হন।

এছাড়া মদ এড়াতে হবে। এমনকী খাওয়া যাবে না আম, লিচু ও কাঁঠালের মতো ফল। তাতেই সুদের লেভেল কমিয়ে ফেলতে পারবেন।