Advertisement
লাইফস্টাইল

Relationship Tips: এই ৫ ধরনের পুরুষের প্রেমে সাড়া দেন না মহিলারা, সিঙ্গলই থাকেন

সব পুরুষের ভাগ্যে প্রেম থাকে না
  • 1/8

সব পুরুষের ভাগ্যে প্রেম থাকে না। তারা হাজার চেষ্টা করেও ভালোবাসায় যাওয়ার চেষ্টা করেও যেতে পারেন না। তাঁদের রিজেক্ট করেন মহিলারা।

পুরুষের জীবনে দুঃখের শেষ থাকে না
  • 2/8

তাই এই সব পুরুষের জীবনে দুঃখের শেষ থাকে না। আর তাঁরা বুঝতেও পারেন না, তাঁদের সঙ্গে এমনটা কেন ঘটছে। যার ফলে সমস্যা বেড়েই যায়।

কেন কিছু পুরুষকে রিজেক্ট করে দেয় মহিলারা?
  • 3/8

এখন প্রশ্ন হল, কেন এমনটা হয়? কেন কিছু পুরুষকে রিজেক্ট করে দেয় মহিলারা? আর সেই উত্তরটা জানান হল নিবন্ধটিতে। তাই ঝটপট প্রতিবেদনটা পড়ে নিন।

Advertisement
অনেক পুরুষই মহিলাদের সম্মান করতে চান না
  • 4/8

অনেক পুরুষই মহিলাদের সম্মান করতে চান না। বরং অপমান করেন। কিন্তু আবার মহিলাদেরই প্রেমে নিবেদন করেন। আর সেই কারণেই মহিলারা তাদের এড়িয়ে যান।

অনেকেই খুব খারাপ পোশাক পরেন
  • 5/8

অনেকেই খুব খারাপ পোশাক পরেন। নিজের পোশাকের দিকে নজর দেন না। আর এমন পুরুষকেও বেছে নিতে চান না মহিলারা।

পুরুষের কথা বলার স্টাইলও ভাল হওয়া উচিত
  • 6/8

পুরুষের কথা বলার স্টাইলও ভাল হওয়া উচিত। খারাপভাবে কথা বললে কোনও মহিলাই প্রোপোজাল মেনে নেবে না। তাই নিজের কথাবার্তা ঠিক করুন।

মহিলারা দায়িত্ববান পুরুষকে পছন্দ করেন
  • 7/8

একটু দায়িত্ব নিতে জানতে হবে। মহিলারা দায়িত্ববান পুরুষকে পছন্দ করেন। তাই যাঁরা দায়িত্ব নেন না, তাদের রিজেক্ট করেন মহিলারা। সুতরাং নিজের অভ্যাস বদলান।

Advertisement
নেশা করা পুরুষকেও একবারেই পছন্দ করেন না মহিলারা
  • 8/8

নেশা করা পুরুষকেও একবারেই পছন্দ করেন না মহিলারা। তারা এদের এড়িয়ে যেতে চান। সুতরাং এই ভুলটাও এখন করা যাবে না।

Advertisement