
সম্পর্কে থাকতে গেলে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। বরং এটা না হলেই বুঝতে হবে কোথাও একটা সমস্যা রয়েছে।

কথা কাটাকাটি যদি রোজ রোজ হয়, তাহলে কিন্তু সমস্যা। এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা বাড়তে পারে। সম্পর্ক চলে যেতে পারে বিচ্ছেদের কিনারে। তাই এই পরিস্থিতি সামাল দিতে হবে।

এখন প্রশ্ন হল, কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়? আর সেই উত্তর দেওয়া হল নিবন্ধটিতে। আশা করছি, এই নিয়মগুলি মেনে চললেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।

সবার প্রথমে আপনাকে কথা কাটাকাটির কারণ খুঁজে নিতে হবে। সেটা লিখে ফেলতে হবে এক জায়গায়। এই কাজটা করলেই সমস্যার সহজ সমাধান করতে পারবেন। দেখবেন ঝামেলা অশান্তি হবে না।

আপনার কোনও দোষ রয়েছে কি না, সেটা দেখতে হবে। থাকলে নিজেকে শুধরে নিন। পাশাপাশি নিজের ভুলের জন্য বলতে হবে সরি। এই কাজটা করলেই কিন্তু বিষয়টা সহজেই সামলে নিতে পারবেন।

কোথাও একটা ঘুরতে যেতেই হবে। সপ্তাহে একবার বেরন অথবা দুই সপ্তাহে একবার। ব্যাস, তাহলেই দেখবেন কাজ হবে। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে না।

একটু বেশি সময় দিন সঙ্গীকে। তার সঙ্গে ভাল সময় কাটান। আশা করছি, তাহলেই তিনি আপনার প্রেমে নতুন করে হাবুডুবু খাবেন। তার ফলে মিটে যাবে সমস্যা।

মেনে নিতে শিখুন। সব বিষয়ে কথা বলবেন না। এটাই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে করবে সাহায্য। পাশাপাশি কমবে কথা কাটাকাটি।

পরিশেষে বলি, এই সমস্যা যদি কিছুতেই না কমে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রিলেশনশিপ এক্সপার্টের সঙ্গে কথা বলুন। তাহলেই সমস্যা থেকে বেরতে পারবেন।