Advertisement
লাইফস্টাইল

Relationship Tips: কেন বয়ফ্রেন্ডের উপর বিশ্বাস হারান মহিলারা? না জানলে সম্পর্ক হবে শেষ

সম্পর্কে থাকতে গেলে সবদিক ব্যালেন্স করে চলতে হবে
  • 1/9

সম্পর্কে থাকতে গেলে সবদিক ব্যালেন্স করে চলতে হবে। বিশেষত, সঙ্গী ভাল রয়েছেন কি না, তার মনে কিছু চলছে কি না, সেই দিকে খেয়াল রাখা জরুরি। নইলে বিপদ বাড়তে পারে।

ভুল করেন কিছু পুরুষ
  • 2/9

এই জায়গাতেই ভুল করেন কিছু পুরুষ। তারা মহিলাদের মনের কথা বুঝতে পারেন না। বরং নিজেরা কিছু ভুল করেন। যার ফল ভুগতে হয়।

মহিলারা নিজের প্রেমিকার উপর সন্দেহ করতে শুরু করে দেন
  • 3/9

এমন পরিস্থিতিতে মহিলারা নিজের প্রেমিকার উপর সন্দেহ করতে শুরু করে দেন। তাদের বিশ্বাস করেন না মহিলারা। ফলে সম্পর্ক ব্রেকআপের দোরগোড়ায় পৌঁছে যায়।

Advertisement
ভুলগুলি সম্পর্কে জেনে নিন
  • 4/9

তাই আর সময় নষ্ট না করে সেই সব ভুলগুলি সম্পর্কে জেনে নিন। তারপর শুধরে যান। নইলে আপনার প্রেমিকাও বিশ্বাস করবেন না।

নিজের প্রেমিকাকে মিথ্যে বলেন
  • 5/9

অনেকেই কথায় কথায় নিজের প্রেমিকাকে মিথ্যে বলেন। ফলে ধীরে ধীরে হারিয়ে যায় বিশ্বাসযোগ্যতা। তখন কিছুই বাকি থাকে না সম্পর্কে। তাই এই ভুল আর নয়।

প্রেমিকার ফোন না ধরলে বা মেসেজ না দেখলেও বিপদ হতে পারে
  • 6/9

প্রেমিকার ফোন না ধরলে বা মেসেজ না দেখলেও বিপদ হতে পারে। তিনি ভাবতে পারেন আপনি অন্য কিছু খেলা খেলছেন। তাই এই ভুলটা করবেন না।

বারবার প্রেমিকাকে অসম্মান করবেন না
  • 7/9

বারবার প্রেমিকাকে অসম্মান করবেন না। এই ভুলটা করলেও কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। তিনি আপনাকে অবিশ্বাস করতে পারেন। তাই এই ভুল নয়।

Advertisement
বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটালে প্রেমিকার মনে সন্দেহ জন্মাতে বাধ্য
  • 8/9

নিজের বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটালে প্রেমিকার মনে সন্দেহ জন্মাতে বাধ্য। তখন তিনি আপনাকে বিশ্বাস করতে ভুলে যাবেন। তার মন হয়ে উঠবে সন্দিগ্ধ।

প্রেমিকার কথার গুরুত্ব না দিলেও হতে পারে সমস্যা
  • 9/9

প্রেমিকার কথার গুরুত্ব না দিলেও হতে পারে সমস্যা। তিনি ভাবতে পারেন, আপনি অন্য কিছু করছেন। এমন পরিস্থিতিতে তিনি আপনার উপর ভরসা হারিয়ে ফেলবেন।

Advertisement