Relationship Tips: স্বামী-স্ত্রী সম্পর্কে হারিয়েছে শারীরিক ঘনিষ্ঠতা? ৫ টেকনিকে ফিরবে পুরনো উষ্ণতা

ঠিক কোন কোন নিয়ম মেনে চললে সম্পর্কে ফিরবে পুরনো উষ্ণতা? একে অপরের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা? আসুন এমনই ৫ টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। 

Advertisement
স্বামী-স্ত্রী সম্পর্কে হারিয়েছে শারীরিক ঘনিষ্ঠতা? ৫ টেকনিকে ফিরবে পুরনো উষ্ণতাসম্পর্কের টিপস
হাইলাইটস
  • ঠিক কোন কোন নিয়ম মেনে চললে সম্পর্কে ফিরবে পুরনো উষ্ণতা?
  • একে অপরের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা?
  • আসুন এমনই ৫ টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক

বিয়ের বয়স বাড়লে কিছু ক্ষেত্রে তৈরি হয় দূরত্ব। সম্পর্ক থেকে উবে যায় শারীরিক ঘনিষ্ঠতা। তখন শুধু এক ছাদের নীচে থাকাই হয়। আত্মিক বন্ধন নিভে যেতে শুরু করে। 

আর এই বিষয়টা নিয়েই বারবার সতর্ক করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা না থাকাটা খুবই খারাপ ইঙ্গিত। এটা ধীরে ধীরে সম্পর্কের ভিতকে নড়িয়ে দিতে পারে। তাই বিয়ের বয়স বাড়লেও শারীরিক ঘনিষ্ঠতা থাকা চাই। 

এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন নিয়ম মেনে চললে সম্পর্কে ফিরবে পুরনো উষ্ণতা? একে অপরের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা? আসুন এমনই ৫ টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। 

সমস্যাটা বুঝুন
সবার প্রথমে আপনাকে সমস্যাটা বুঝতে হবে। সেটাই যদি না বোঝেন, তাহলে তো সমাধানের প্রশ্নই নেই। তাই আজই সময় মতো বাড়ি ফিরে সমস্যাটা সম্পর্কে ভাবুন। প্রয়োজনে সমস্যার কথাটা লিখে নিন। তাহলে আরও বেশি ক্ল্যারিটি পাবেন। 

এরপর নিজের সঙ্গীর সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করুন। তিনি কী বলেন দেখুন। আশা করছি, তিনি আপনার কথা শুনবেন। তারপর ফিরবে সমস্যা। 

পুরনো দিনগুলির কথা ভাবুন
বিয়ের বয়স বাড়লেই অনেকে পুরনো কথা ভুলতে শুরু করেন। আর তাতেই বিপদ বাড়ে। তাই এই ভুলটা একবারেই করা চলবে না। বরং নিজেদের বিয়ের একদম প্রথমের দিনগুলি বা প্রেম করার শুরুর সময়টার কথা ভাবুন। তাতেই খেলা ঘুরে যাবে। আপনাদের মধ্যে বাড়বে ঘনিষ্ঠতা। 

সারপ্রাইজ মাস্ট
বিয়ের পরই অনেকে সম্পর্ককে টেকেন ফর গ্র্যান্টেড করে দেন। আর এই ভুলটা করেন বলেন ঘনিষ্ঠতা কমে যায়। একে অপরের থেকে বাড়তে থাকে দূরত্ব। তাই এখন থেকে আবার সেই পুরনো দিনের মতো সঙ্গীকে সারপ্রাইজ দিন। তাঁর পছন্দের কিছু জিনিস কিনে আনুন। তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কে ভালোবাসা ফিরবে। 

কমপ্লিমেন্ট দিন
একে অপরকে কমপ্লিমেন্ট দিন। এই বাহবা দেওয়াটা কিন্তু দারুণ কাজ করে। দেখবেন ভালোবাসা বাড়বে। আপানারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবেন। কোনও বাধাই আর সামনে আসবে না।

Advertisement

ঘুরতে যান
অনেক দিন এই সাদা কালো শহরে জীবন কাটিয়েছেন। এখন আর সেই সময় নেই। বরং এখন থেকে ঘুরতে যেতে হবে। পাহাড়ের কোলে বা সমুদ্রের পাশে বসে একে অপরকে সময় দিন। সেখানে গিয়ে একান্ত সময় কাটান। দেখবেন আপনারা ঘনিষ্ঠ হতে পারবেন। 
 

 

POST A COMMENT
Advertisement