India Offbeat Destinations : পাহাড়-নদী-জঙ্গল সব পাবেন, ঘুরে আসুন এই ৫ জায়গা

আপনাদের আজ জানাব, এমন ৫টি সুন্দর জায়গার কথা, যেগুলো এখনও পর্যন্ত খুব কম মানুষই ঘুরে দেখেছেন। এখানে পাবেন পাহাড়, জঙ্গল, নদী। রয়েছে বসবাসের জায়গাও।

Advertisement
পাহাড়-নদী-জঙ্গল সব পাবেন, ঘুরে আসুন এই ৫ জায়গা ফাইল ছবি
হাইলাইটস
  • এমন ৫টি সুন্দর জায়গার কথা, যেগুলো এখনও পর্যন্ত কম মানুষই গেছে
  • এই জায়গাগুলিতে রয়েছে নদী, পাহাড় ও জঙ্গল
  • রয়েছে নির্জন গ্রাম ও থাকার জায়গাও

কাশ্মীরকে ভারতের সেরা হানিমুন গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আগত পর্যটকরা গুলমার্গ, পাহলগাম, সোনমার্গ, ইউসমার্গ এবং শ্রীনগরের মতো বিখ্যাত জায়গায় ঘোরাঘুরি করার পরেই চলে যান। যেখানে কাশ্মীরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড়ে ঘেরা ছোট ছোট গ্রামে, যা খুব কম মানুষই অন্বেষণ করেন। 

আপনাদের আজ জানাব, কাশ্মীরের এমন ৫টি সুন্দর জায়গার কথা, যেগুলো এখনও পর্যন্ত খুব কম মানুষই ঘুরে দেখেছেন। 

১) কাশ্মীরের সবচেয়ে কম অন্বেষণ করা স্থানগুলির মধ্যে একটি। বাঙ্গুস ভ্যালি কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত। এই জায়গা সম্পর্কে খুব কম মানুষই জানে। গাছপালা ও বন্য প্রাণীতে পরিপূর্ণ এই স্থান। পাহাড়, দেবদারু বনের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। 

২) চটপাল : চটপাল কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি ছোটো গন্তব্য। কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এর নাম আসে। ঘন জঙ্গল আর সবুজ পাহাড়ে ঘেরা এই জায়গাটি একটি প্রাকৃতিক সম্পদ, যেখানে শান্ত পরিবেশে বন্ধু, পরিবারের সঙ্গে কাটানোর জন্য ভালো জায়গা। চটপালের আশেপাশের জঙ্গলে ট্রেকিংয়ের ব্যবস্থাও রয়েছে। 

৩) ডাকসুম : এই উপত্যকা ভৃঙ্গি নদীর তীরে অবস্থিত। যা মুঘল উদ্যান থেকে একটু দূরে। প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উঁচু পাহাড়, পরিবারের জন্য পিকনিক স্পট এবং দম্পতিদের জন্য থাকার জায়গা। এই সব রয়েছে এখানে। 

৪) করনাহ : কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত একটি খুব সুন্দর জায়গা। সবুজ মাঠ এবং আকাশ ছোঁয়া চূড়া এখানকার অন্যতম আকর্ষণ। এই উপত্যকায় উপস্থিত অনেক ছোট গ্রাম  এখানকার সৌন্দর্য বাড়িয়েছে। তাংদার, তিথওয়াল, গুন্ডি গুজরান, আমরোহি এবং সৈয়দপুরার মতো গ্রামের সুন্দর দৃশ্য দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। 

৫) ওয়ারওয়ান : ওয়ারওয়ান উপত্যকা বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অনন্তনাগ জেলা থেকে ৩ ঘন্টার ড্রাইভ করে আপনি সহজেই এখানে পৌঁছাতে পারেন। ওয়ারওয়ান নদীর, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement