Alcohol Price in Kolkata and West Bengal: মদের দাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মদের দামে কোনও পরিবর্তন আসেনি বলে দাবি বিক্রেতা সংগঠনের। আগে যা দাম ছিল, এখনও তাই রয়েছে। ফলে দাম বেড়ে বা কমে যাওয়ার কোনও প্রশ্ন নেই।
মদের দাম কমতে পারে বলে জানা গিয়েছিল। তবে এখনও পর্যন্ত তা হয়নি। ফলে ক্রেতাদের একাংশের মনে ধারণা তৈরি হয়েছে, দোকানিরা বেশি দাম নিচ্ছেন। মদবিক্রেতা সংগঠনের দাবি, তেমন কোনও ব্যাপারই নয়। কারণ দামে কোনও পরিবর্তনই হয়নি।
সুরারসিকদের অভিযোগ
অনেকে অভিযোগ করছেন, দোকানদার তাঁদের চাহিদা মতো মদ দিচ্ছেন না। বলা হচ্ছে, স্টকে নেই। তাই এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে। তবে বিভিন্ন দোকান ঘুরেও অনেক সময় নিজেদের পছন্দের ব্র্যান্ড মিলছে না। এর পিছনে মদের দাম কমা, না-কমাকে দায়ী করেছেন তাঁরা।
দোকানিদের বক্তব্য
সোমবার ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার অফ অ্যান্ড অন সি এস শপ অ্যান্ড হোটেল ওনার্সর অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক সুস্মিতা মুখোপাধ্যায় জানান, নতুন দাম এখনও আসেনি। কোনও নোটিফিকেশন পাননি। যা দাম ছিল, তা-ই রয়েছে। তিনি জানান, দাম নিয়ে মানুষের মধ্য়ে কৌতুহল রয়েছে। অনেকে মনে করছেন দোকানদাররা হয়তো দিচ্ছেন না। তবে তেমনটা নয়।
আগের স্টক ক্লিয়ার করে
সাধারণত পুরনো স্টক ক্লিয়ার করে নতুন স্টক বাজারে আনা হয। আর মদের দামে পরিবর্তন হল নতুন দাম ধরতে হবে সেই সময় থেকেই। তাতে ক্ষতিও হতে পারে দোকানদারদের। মানে এর ফলে কোনও মদের দাম কমে গেলেও তাকে সেই দামেই বিক্রি করতে হবে।
পুরনো দাম নেওয়া যাবে না। যেদিন থেকে নোটিফিকেশন প্রকাশিত হবে, সেদিন থেকেই নতুন দামে বিক্রি করতে হবে।
নয়া কোভিড বিধি
উৎসবের কথা মাথায় রেখে নয়া কোভিড বিধি ঘোষণা করল রাজ্য সরকার। ঠিক হয়েছে, সব দোকান, রেস্তারাঁ, বার খোলা রাখা যাবে সাধারণ সময়ের জন্য। বার খুলে রাখা যাবে বাড়তি সময়ের জন্যও।
সীমিত সময়ের জন্য
তবে এই নির্দেশিকা সীমিত সময়ের জন্য। শনিবার এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, নয়া বিধি কাল, রবিবার (১০ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত সব দোকান, রেস্তারাঁ, বার খোলা রাখা যাবে।