অ্যালকোহল পান করার পর ঘন ঘন প্রস্রাব পায়? বা অ্যালকোহল পান করলেই কি প্রস্রাব পেয়ে যায়? বা অ্যালকোহল পানের পর কি আপনাপ শরীরে অস্বস্তি হয়? তাহলে সাবধান হয়ে যান। কারণ এর পিছনে অনেক কারণ রয়েছে।
কেন প্রস্রাব পায়? প্রথম কারণ হল, কিডনি আমাদের শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিডনি রক্তে উপস্থিত প্লাজমা অসমোলালিটি পর্যবেক্ষণ করে। অসমোলালিটি রক্তে কণা এবং তরলের অনুপাতকে বোঝায়। যদি আপনার রক্তে কণার চেয়ে বেশি তরল থাকে, তবে আপনার কিডনি শরীরকে আরও প্রস্রাব নির্গত করার সংকেত দেয়।
আরও পড়ুন : রাজ্যের কোথায় খুলবে পিএমশ্রী স্কুল, কারা-কীভাবে ভর্তি হতে পারবে?
এপ্রসঙ্গে বলে রাখা ভালো, অ্যালকোহলের কারণে শরীরে ভ্যাসোপ্রেসিন হরমোন তৈরি হতে দেয় না। ভ্যাসোপ্রেসিনকে ডাক্তাররা অ্যান্টি-ডিউরেটিক হরমোন (ADH) বলেও ডাকে। ADH নিজেই কিডনিকে প্রস্রাব বন্ধ করার সংকেত দেয়। কিন্তু অ্যালকোহল ADH দমন করে কিডনিকে আরও বেশি জলমুক্ত করার জন্য চাপ দেয়।
কুফল হল এতে আপনার ডিহাইড্রেশনের সমস্যা শুরু হয়। সেই কারণে শুধু অতিরিক্ত পরিমাণে প্রস্রাব তৈরি হয় না বরং মাথাব্যথা এবং বমি বমি ভাবের সমস্যাও হতে হয়। যা শরীরের ক্ষতি করে।
আরও পড়ুন : ৩ স্ত্রী-কোটি কোটির সম্পত্তি; ফ্লাইটে গাড়ি চুরি করতেন; গ্রেফতার দেশের সবথেকে বড় চোর
আবার অ্য়ালকোহল পান করলে মানুষের রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের ভাগ বেড়ে যেতে পারে। যার ফলে শরীরে অস্বস্তি দেখা দেয়। মস্তিষ্কে রক্ত সরবরাহ করে যে রক্তনালী, সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে স্মৃতি লোপ পেতে পারে।
আবার প্রতি সপ্তাহে ১৮ ইউনিটের বেশি যারা মদ্যপান করেন, তাদের আয়ু ৪ থেকে ৫ বছর পর্যন্ত কমে যেতে পারে।