scorecardresearch
 

৫ দিনে ২ বার কনসিভ করলেন মহিলা, বিরল ঘটনায় অবাক চিকিৎসকরা

ওডালিস মার্টিনেজ জানাচ্ছেন, তিনি এমন একসময় প্রেগন্যান্ট হলেন যে সময় তিনি আগেথেই গর্ভবতী ছিলেন। তিনি ২টি কনসিভ করেছিলেন, কিন্তু ভ্রুণ দুটি যমজ ছিল না। ব্যবধান ছিল ৫ দিনের। ২০২০ সালে এই প্রেগন্যান্সির খবরে খুবই খুশি ছিলেন ওডালিস মার্টিনেজ ও অ্যান্টিনিও মার্টিনেজ। ঘটনার কয়েকমাস আগে মিসক্যারেজ হয়েছিল তাঁর। তাই নতুন প্রেগন্যান্সির খবর তাঁদের কাছে খুবই বিশেষ ছিল। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ৫ দিনে ২ বার গর্ভধারণ মহিলার
  • বিরল ঘটনাকে বলে সুপারফেটেশন
  • আমেরিকার ক্যালিফোর্নিয়ার ঘটনা

সম্প্রতি এক মহিলার এমন একটি ঘটনা জানা গিয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওডালিস মার্টিনেজের সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে যা তিনি কখনও কল্পনাও করতে পারেননি। তিনি ৫ দিনে ২টি ভ্রুণ কনসিভ করেন। তিনি নিজের প্রথম প্রেগনেন্সি প্ল্যান করছিলেন। কিন্তু তার মাধেই জানতে পারেন যে, তিনি দ্বিতীয় কনসিভ করেছেন। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। 

ওডালিস মার্টিনেজ জানাচ্ছেন, তিনি এমন একসময় প্রেগন্যান্ট হলেন যে সময় তিনি আগেথেই গর্ভবতী ছিলেন। তিনি ২টি কনসিভ করেছিলেন, কিন্তু ভ্রুণ দুটি যমজ ছিল না। ব্যবধান ছিল ৫ দিনের। ২০২০ সালে এই প্রেগন্যান্সির খবরে খুবই খুশি ছিলেন ওডালিস মার্টিনেজ ও অ্যান্টিনিও মার্টিনেজ। ঘটনার কয়েকমাস আগে মিসক্যারেজ হয়েছিল তাঁর। তাই নতুন প্রেগন্যান্সির খবর তাঁদের কাছে খুবই বিশেষ ছিল। 

প্রথমবার শারীরিক পরীক্ষা করিয়ে ওডালিস মার্টিনেজ জানতে পারেন যে তিনি গর্ভবতী। তাঁর দুটি সন্তান হতে চলেছে। তবে সেগুবি আলাদা দিনে গর্ভে ধারণ করা হয়েছে। এই বিরল ঘটনাটি সুপারফেটেশন নামে পরিচিত। তিনি আরও জানাচ্ছেন, এটি তাঁদের কাছে রীতিমতো জাদুর মতো ছিল। তাঁর দুই মেয়ের নাম লিলো এব ইমেল্ডা। ওডালিস মার্টিনেজের কথায়, তাঁর দুই সন্তান যমজ নয়। তবে তাঁদের দেখতে অনেকটাই একরকম। এই ঘটনা যেই শোনেন সেই কিছুটা দোলাচলে পড়ে যান। এমনকি এমনটা খুবই বিরল ঘটনা বলে জানাচ্ছেন চিকিৎসকেরাও। 

সুপারফেটেশন কী? 
সুপারফেটশন হল গর্ভাবস্থায় একটি ভ্রুণ থাকা সত্ত্বেও অপর একটি ভ্রুণ তৈরি হয়। আর তা হলে যে মহিলা আগে থেকেই গর্ভবতী তিনি আবারও প্রেগন্যান্ট হয়ে পড়তে পারেন। এটি একটি বিরল ঘটনা। এমনটা খুব কমই দেখা যায়। 

আরও পড়ুনশিবের মাথায় চন্দ্র-পরনে বাঘছাল, রইল মহাদেবের অঙ্গসজ্জার ৫ রহস্য

Advertisement

 

Advertisement