Kedarnath Temple Opening Date 2022 : কবে খুলছে কেদারনাথ মন্দির? মহাশিবরাত্রিতেই দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ

কেদারনাথ মন্দিরের দরজা খোলার দিন ঘোষণার সমস্ত প্রস্তুতি অবশ্য আগে থেকে সেরে রাখা হয়েছিল। মহাশিবরাত্রি উপলক্ষে ৮ কুইন্টাল ফুল দিয়ে সাজান হয়েছে ওমকারেশ্বর মন্দির। বর্তমানে ওই শৈবক্ষেত্রে ৫ ফুট পর্যন্ত বরফ রয়েছে। আর কেদারনাথ মন্দিরে চারপাশেই রয়েছে পুরু তুষারের চাদর। 

Advertisement
কবে খুলছে কেদারনাথ মন্দির? মহাশিবরাত্রিতেই দিনক্ষণ জানাল কর্তৃপক্ষঘোষিত কেদারনাথ মন্দির খোলার দিনক্ষণ
হাইলাইটস
  • মে মাসে খুলছে কেদারনাথ মন্দির
  • জানাল মন্দির কর্তৃপক্ষ
  • ২ মে শুরু ডোলি যাত্রা

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান কেদারনাথ (Kedarnath Temple)। সেই কেদারনাথের দরজা খোলার দিনক্ষণ ঘোষণা করা হল মহাশিবরাত্রির পুণ্যলগ্নে। জানা গিয়েছে, আগামী ৬ মে ভোর ৬টা ২৫ মিনিটে খুলবে মন্দিরের দরজা। ওমকারেশ্বর থেকে আগামী ২ মে শুরু হবে কেদারনাথের ডোলি যাত্রা (Kedarnath Doli Yatra)। তারপরে, ৩ মে বাবার ডোলি ফাটায় ও ৪ মে গৌরীকুন্ডে পৌঁছাবে। ৫ মে কেদারনাথে প্রবেশ করবে ডোলি।

কেদারনাথ মন্দিরের দরজা খোলার দিন ঘোষণার সমস্ত প্রস্তুতি অবশ্য আগে থেকে সেরে রাখা হয়েছিল। মহাশিবরাত্রি উপলক্ষে ৮ কুইন্টাল ফুল দিয়ে সাজান হয়েছে ওমকারেশ্বর মন্দির। বর্তমানে ওই শৈবক্ষেত্রে ৫ ফুট পর্যন্ত বরফ রয়েছে। আর কেদারনাথ মন্দিরে চারপাশেই রয়েছে পুরু তুষারের চাদর। 

কেদারনাথ মন্দিরর দরজা খুলবে ৬ মে। তবে পুরোপুরি মেনে চলা হবে করোনা গাইডলাইন। এমনকি পুজো, প্রার্থনা, ভজন, কীর্তন সহ সমস্ত ক্ষেত্রেই বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। 

মহাশিবরাত্রি উপলক্ষে এদিন বিরাট ভান্ডারার আয়োজন করা হয়। প্রধান পুরোহিত বাগেশ লিঙ্গ বলেন, মহাশিবরাত্রিতে কেদারনাথের দরজা খোলার দিনক্ষণ পঞ্জিকা গণনা অনুসারে ঘোষণা করা হয়েছে। সমস্ত প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, করোনার কারণে গত ২ বছর মন্দির খোলা হলেও তীর্থযাত্রা ব্যাহত হয়েছিল। তাই এই বছরটিকে ঘিরে খুবই উৎসাহিত পুরোহিত ও ব্যবসায়ীরা। মহাশিবরাত্রি উপলক্ষে কেদারনাথ, মদমহেশ্বর, বিশ্বনাথ মন্দির, গুপ্তকাশী ও ওমকারেশ্বর মন্দিরে প্রধান পুরোহিতদের উপস্থিতিতে পূজা করা হয়।  

আরও পড়ুনShivratri 2022 : ভগবান শিবের গলার সাপ কীসের প্রতীক?

 

POST A COMMENT
Advertisement