হোলি (Holi) মানেই রঙ, ভাঙ, খাওয়া - দাওয়া, আড্ডা আর জমিয়ে নাচ-গান। বলিউড কিংবা টলিউড, রঙের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি জমজমাট গান। শ্রোতাদের মাঝে যেগুলি সর্বদা হিট। তা সে অমিতাভ বচ্চনর 'রঙ বরসে হোক' বা রণবীর কাপুরের 'বালাম পিচকারী' যাই হোক না কেন।
হোলির এই বিশেষ গানগুলি নিঃসন্দেহে সকলের উৎসাহ আরও বাড়িয়ে তোলে। দেখে নিন বলিউড ও টলিউডের সেরা হোলির গানগুলি (Holi Songs)।
হোলির হিন্দি গান
* রঙ বরসে: সিলসিলা
* বালাম পিচকারী: ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
* হোলি কে দিন: শোলে
* হোলি খেলে রঘুভীরা: বাঘবান
* লেটস প্লে হোলি: ওয়াক্ত
* লাহু মু লাগ গেয়া: গোলিয়ো কী লীলা রাসলীলা
* জয় জয় শিব শঙ্কর: ওয়ার
* গো পাগল: জলি এলএলবি
*রাধা ক্যায়সে না জলে: লাগান
আরও পড়ুন: হোলির প্ল্যানিং থেকে নস্টালজিয়া! জানালেন টেলি নায়িকারা
হোলির বাংলা গান
* খেলবো হোলি রঙ দেবো না: একান্ত আপন
* নীল দিগন্তে গোত্র
* বসন্ত এসে গেছে চতুষ্কোণ
আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ঠান্ডাই! রইল সহজ রেসিপি
তাহলে আর দেরি কেন? যদিও অন্যান্য বছরের থেকে এবছরের হোলিতে করোনা অতিমারীর জন্য কিছুটা ছন্দপতন ঘটেছে। সকলেরই আনন্দ অনেকটাই ভাটা পড়েছে এই বছর। তাই সাবধানতা অবলম্বন করেই মেতে উঠুন রঙের উৎসবে।