Bollywood Celebs In Benarasi Saree: বলি নায়িকারাও ঝুঁকছেন বেনারসিতে! পরের বিয়ে বাড়িতে এভাবে সাজবেন নাকি?

মহিলাদের লেহেঙ্গা, সালোয়ার স্যুট ছাড়াও পছন্দের পোশাকের তালিকায় থাকে শাড়ি। বর্তমান সময় বেনারসি শাড়ি ট্রেন্ডি এবং শীতের মরসুমের জন্যও উপযুক্ত। এক কথায় বলা যায়, বেনারসির সঙ্গে ভারতীয়দের আবেগ জড়িয়ে আছে। 

Advertisement
বলি নায়িকারাও ঝুঁকছেন বেনারসিতে! পরের বিয়ে বাড়িতে এভাবে সাজবেন নাকি?

চলছে বিয়ের মরসুম। বিয়ে বাড়িতে সাধারণভাবে ট্রাডিশনাল পোশাকেই সাজতে ভালোবাসেন বেশীরভাগ মানুষ। মহিলাদের লেহেঙ্গা, সালোয়ার স্যুট ছাড়াও পছন্দের পোশাকের তালিকায় থাকে শাড়ি। বর্তমান সময় বেনারসি শাড়ি ট্রেন্ডি এবং শীতের মরসুমের জন্যও উপযুক্ত। বাঙালি বিয়ে এবং সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বেনারসি শাড়ি।  এক কথায় বলা যায়, বেনারসির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। 

বেনারসে এই শাড়ি তৈরি হলেও, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাতেও জনপ্রিয় হতে শুরু করে এই শাড়ি। ধীরে ধীরে বাংলার তাঁতিরাও বেনারসি শাড়ি বুনতে শুরু করে। বেনারসি, অন্যান্য শাড়ির তুলনায় অনেকটা ভারী। শাড়িতে সোনালী ও রুপোলি জরির কারুকার্য করা থাকে। বলিউড অভিনেত্রীরাও ঝুঁকছেন বেনারসি শাড়িতে। আপনিও কী তাঁদের মতো স্টাইল স্টেটমেন্ট করতে চান? 

তামান্না ভাটিয়া

সুন্দর গোলাপী বেনারসি শাড়িতে সকলের নজর কেড়েছেন তামান্না। নায়িকার শাড়িতে সোনালী ফ্লোরাল মোটিফ এবং সোনালী পাড় রয়েছে। অভিনেত্রী এই সুন্দর গোলাপী বেনারসি শাড়িটির সঙ্গে ম্যাচিং সিল্কের  ব্লাউজ পরেছেন। সঙ্গে নায়িকার পরনে সোনালী চোকার এবং চাঁদবালির কানের দুল।

দীপিকা পাড়ুকোন

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা নীল রঙা বেনারসিতে দীপিকা পাড়ুকোন হয়ে উঠেছেন অনন্যা। তাঁর শাড়িতে সোনালী ফুলের কাজ আরও রাজকীয় করে তুলেছে। দীপিকা এই শাড়ীর সঙ্গে ম্যাচিং করে পরেছেন ফুলস্লিভ ব্লাউজ। শাড়ির সঙ্গে ভারী গয়নায় অভিনেত্রীর লুক একেবারে পারফেক্ট।

মাধুরী দীক্ষিত

বলিউডের 'ধক-ধক গার্ল' মাধুরী দীক্ষিতকে প্রায়ই শাড়িতে দেখা যায়।  গাঢ় সবুজের ও সোনালি কনট্রাস্টের বেনারসি শাড়িটি পরেছিলেন নায়িকা। সঙ্গে তাঁর পরনে স্প্যাগেটি ব্লাউজ। মাধুরী চুলের খোঁপায় রয়েছে মালা এবং স্লিক- সুন্দর গয়না।  

 

POST A COMMENT
Advertisement