দোষ-গুণ নিয়েই মানুষ। প্রতিটি মানুষ পরস্পরের চেয়ে ভিন্ন হন। তাঁদের পছন্দ-অপছন্দ আলাদা। আবার লিঙ্গভেদেও ভাল লাগা, খারাপ লাগা থাকে। নারীর কিছু অভ্যাস দেখে পুরুষের গলে যায়। আবার পুরুষের কয়েকটি অভ্যাস নারীমনে ঝড় তোলে। লিঙ্গের ভিত্তিতে কিছু পছন্দ-অপছন্দ, অভ্যাস, আশা, ধারণা একদম আলাদা। পুরুষদের এমন অনেক অভ্যাস আছে যা নারীকে ভালবাসায় ফেলে বাধ্য করে। দৈহিক সৌন্দর্য নয় বরং গুণই আকৃষ্ট করে। এমন অনেক মহিলা আছেন যাঁরা পুরুষদের মধ্যে বিশেষ কিছু গুণ দেখতে চান।
চাণক্যনীতিও বলছে, পুরুষদের মধ্যে কিছু গুণ আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। পুরুষের এই গুণগুলিই নারীর দুর্বলতা হয়ে দাঁড়ায়। কী সেই সব গুণ, চলুন জেনে নেওয়া যাক।
সততা- সৎ পুরুষ নারীদের টানে। সততা নারীদের মন জয় করে নেয়। তাই সম্পর্কে জড়ানোর আগে প্রিয় মানুষ নিজের ব্যাপারে সবটা খুলে বলুন। অতীত তো বটেই নিজের ভাল-মন্দ দিকগুলিও বলে দিন। খারাপ দিকগুলিও জানা তাঁর অধিকার। যে কোনও ঘটনায় সততার সঙ্গে তাঁকে বলুন। সত্যি কথা শুনতে মেয়েরা পছন্দ করে। সৎ পুরুষ নারীদের দুর্বলতা।
ভাল আচরণ- চাণক্যনীতি অনুযায়ী, মহিলারাও লক্ষ্য করেন অন্যদের প্রতি কেমন আচরণ করছেন তাঁর চেনা পুরুষ। ধরুন দুজনে রেস্তরাঁয় খেতে গেলেন। প্রেমালাপের ফাঁকে খাবার আসতে দেরি হওয়ায় কর্মচারীদের যা নয় তাই শুনিয়ে দিলেন। বা এমনও হতে পারে কোনও বিষয়ে কথা কাটাকাটি হল। আর সেই সময় নারীর সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন ওই পুরুষ। এতে ওই পুরুষ সম্পর্কে অনীহা তৈরি হতে পারে নারীর। পুরুষের ব্যবহার ভাল হলে নারীর মন পাগল হয়ে ওঠে। অহংকার নেই এমন পুরুষকেই অগ্রাধিকার দেন নারী।
ভাল শ্রোতা- সব মহিলাই আশা করেন সঙ্গী তাঁর কথা মন দিয়ে শুনবেন। তাঁর কথায় মনোযোগ দেবেন। যিনি নারীর কথা শোনেন, তাঁর কথায় গুরুত্ব দেন এমন পুরুষই পছন্দ নারীদের। মোট কথা ভাল শ্রোতা হওয়ার গুণ থাকতে হবে ওই পুরুষদের মধ্যে। এই ধরনের পুরুষকেই পছন্দ করেন নারীরা।
নারীর আত্মসম্মানের প্রতি খেয়াল- পুরুষের বড় গুণ হওয়া উচিৎ অন্য নারীকে সম্মান। অন্য নারীর প্রতি পুরুষের আচরণ কেমন সেটাও লক্ষ্য করেন অনেক মহিলারা। যাঁরা নারীকে সম্মান করেন তাঁরাই মনে জায়গা করে নেন। নারীকে সম্মান করেন যে সব পুরুষ, তাঁরা কিন্তু নারীদের দুর্বলতার কারণ।
আরও পড়ুন- আপনি কেমন ব্যক্তি? কতটা লাকি? জানুন নিজের ঘুমোনোর ধরন দেখে