প্রত্যেকের প্রকৃতি আলাদা। তাঁদের পছন্দও ভিন্ন। খাওয়া-দাওয়া, পোশাক থেকে পছন্দের রং- সব ক্ষেত্রেই রয়েছে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা। তাই তো শপিংমলে নানা রং ও ডিজাইনের জামা-কাপড় রাখা থাকে। কারও পছন্দ নীল তো কারও লাল। কেউ জামা পছন্দ করেন তো কেউ টি-শার্টেই খুশি। যে কোনও ব্যক্তির পছন্দের রঙের উপর নির্ভর করে তাঁর ব্যক্তিত্ব। আপনি কি জানেন পছন্দের রং বলে দেয় আপনার ব্যক্তিত্ব। মানুষের পছন্দের রং তাঁর ব্যক্তিত্ব সম্পর্ক মজার তথ্য দেয়।
লাল রং- অনেকেই লাল রং পছন্দ করেন। এই ধরনের লোকেরা নতুন মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করে। তাঁরা খুব সাহসী এবং আত্মবিশ্বাসী হন। তাঁরা স্বভাবে আশাবাদী হন।
হলুদ রং- যাঁরা হলুদ রঙ পছন্দ করেন তাঁরা খুব সুখী মানুষ হন। তাঁরা মজা করতে ভালোবাসে। তাঁদের পরিকল্পনাগুলি খুব সুন্দর হয়।
সবুজ রং- যাঁরা সবুজ রং পছন্দ করেন তাঁরা খুবই উদার ও দয়ালু হন। এই ধরনের মানুষের আচরণ অন্যদের জন্য খুব স্নেহশীল হয়। তাঁদের নিজের ভালোবাসা পাওয়ার ইচ্ছা রয়েছে।
গোলাপি রং- অনেকেই গোলাপি রং পছন্দ করেন। এই মানুষগুলি খুব স্নেহশীল হন। তাঁরা অন্যদের প্রতি সংবেদনশীল।
সাদা রং- যাঁদের সাদা রং পছন্দ তাঁদের ব্যক্তিত্ব খুবই ইতিবাচক এবং আশাবাদী হয়। দূরদর্শীও হন তাঁরা।
কালো রং- অনেকের কালো রং পছন্দের। তাঁদের ব্যক্তিত্ব শক্তিশালী হয়। তাঁরা দৃঢ় সংকল্পের অধিকারী হন। আত্মমর্যাদাবোধ থাকে তাঁদের।
বাদামি রং- কেউ কেউ বাদামি রং খুব পছন্দ করেন। এই ধরনের মানুষ খুব সৎ হন। তাঁদের ব্যক্তিত্বও দারুণ হয়।
বেগুনি রং- যাঁরা এই রং পছন্দ করেন তাঁরা খুব খোলা মনের হন। তাঁরা সংবেদনশীল হন। তাঁদের ব্যক্তিত্বও দারুণ।
নীল রং- অনেকেই নীল রং খুব পছন্দ করেন। এই ধরনের মানুষ খুব বিশ্বস্ত হন। তাঁরা বেশি পরিবর্তন পছন্দ করেন না।
কমলা রং- কমলা রং যাঁরা পছন্দ করেন তাঁরা বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হন। তাঁদের স্বভাব নরম। সহজে অন্যদের সঙ্গে মিশে যেতে পারেন।
আরও পড়ুন- স্বাস্থ্যকর খেয়েও গ্যাস-বদহজম? খেতে খেতে এই ৬ ভুল করছেন না তো