Cheapest Spectacles Market in Kolkata: কাড়ি কাড়ি টাকা খরচ করে চশমা-সানগ্লাস কেন কেনেন? যখন কলকাতার এই বিশেষ জায়গা থেকে ব্র্যান্ডেড চশমা-সানগ্লাস (Spectacles-Sunglass) পাবেন মাত্র ১০০-২০০ টাকায়। উল্টে যে টাকায় একটা চশমা কিনতেন সে টাকাতেই আরও দু-তিনটে চশমা নিয়ে বাড়ি ফিরবেন। ১৫ মিনিটে পাওয়ার দেওয়া চশমা চলে আসবে আপনার হাতে। চশমা কেন, পাবেন কনট্যাক্ট লেন্সও। রঙিন হোক বা ট্রান্সপারেন্ট- সবই মিলবে কলকাতার এই বিশেষ জায়গাতে।
কলকাতার চশমা পট্টি, বলা যায় চশমার খনি। এখানে ব্র্যান্ড থেকে নন-ব্র্যান্ড সব ধরনের বিভিন্ন দামে চশমা পাবেন, অতি সাশ্রয়ী মূল্যে। তাই, আর দেরি না করে, চলে যান লালবাজারের (Lalbazar) কাছে বি.বি.গাঙ্গুলি স্ট্রিটের (B B Ganguly Street) হোলসেল চশমা মার্কেটে (Wholesale Chasma Market)।
কীভাবে যাবেন? (How to reach at Largest Chasma Market)
মেট্রোতে এলে সেন্ট্রাল মেট্রোতে নামুন। কয়েক মিনিট হেঁটে পৌঁছে যাবেন এখানে। যদি হাওড়া থেকে আসেন তবে টি-বোর্ড বা ডালহৌসি নেমে হেঁটে এলেই পৌঁছে যাবেন এখানে। কলেজ স্ট্রিট থেকে এলে ১০ মিনিট হেঁটে আসতে হবে। বাসে এলে সেন্ট্রাল মেট্রোতে নামুন। প্রায় ৪০-৫০ বছর ধরে বি.বি.গাঙ্গুলি স্ট্রিটের চশমার ব্যবসা করছেন দোকানিরা। পাইকারি দোকান হওয়ায় এখানে চশমা-সানগ্লাস সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। চশমার গুণমাণ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ, ব্র্যান্ড-নন-ব্র্যান্ডেড চশমার বাজার মূল্য যা পড়ে তার থেকে কম হয় ঠিকই, কিন্তু পণ্যের মান নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। চোখ বুজে ২-৩ বছর কাটিয়ে দিতে পারবেন এক চশমায়।
চশমার ফ্রেম কত টাকা থেকে শুরু? (Price of Frames)
যে কোনও চশমার ফ্রেম নূন্যতম ১০০-১৫০ টাকা থেকে শুরু। চশমা ধোয়া, মোছা করা যাবে। বাঁকালেও ভাঙবে না। ব্লু-কোটিং প্রোটেকশন চশমার গ্লাসও পাবেন। ৬০০ টাকায় এমন চশমা পেয়ে যাবেন। ব্র্যান্ডেড হলে তাও পাবেন ৬০০, ৭০০ টাকা থেকে। কিছু ফ্রেম পাওয়ার দিয়ে বানালে বিনামূল্যে। ৮০০ টাকার ব্র্যান্ডেড চশমা পেতে পারেন ৩০০-৪০০ টাকায়। মিনিট ১০-৩০ অপেক্ষা করলে সেই দিনই চশমা পেয়ে যাবেন। আবার পুরনো চশমা দিয়ে নতুন চশমা পাওয়া যাবে। রবিবার বেশিরভাগ দোকানই বন্ধ রাখা হয়। তাই এদিনটি বাদ রেখে গেলে আর ফিরে আসতে হবে না। বাড়িতে বসেও পেয়ে যাবেন চশমা। তাও আবার কোনও ডেলিভারি চার্জ ছাড়া। দেশের যে কোনও প্রান্তে বসে অর্ডার করতে পারেন। চাইলে এখান থেকে পাইকারি মূল্যে মাল কিনে ব্যবসাও করতে পারেন। অত্যাধুনিক কালেকশনে লেডিস, জেন্টস থেকে সব বয়সীদের জন্য চোখ ধাঁধানো চশমা-সানগ্লাস পাবেন। ১ টাকায় ১ পিস সানগ্লাস পাওয়া, সেও সম্ভব। হোয়াটস অ্যাপ বুকিংয়ের সুবিধাও আছে। এছাড়া, চশমা সারাইয়ের কাজও হয় এখানে।
কোন দোকান থেকে কিনবেন সাশ্রয়ী মূল্যের চশমা? (Best Spectacles shops in Kolkata Chasma Market)
দোকান তো অনেক আছে। ঘুরে দেখে কিনতে পারেন। তবে, নিউ আরামবাগ অপটিক্যাল, অপটিক্যাল প্রাইম, ভিশন আই, গ্র্যান্ড অপটিশিয়ানস, ভিজুয়্যাল আই ইত্যাদি আরও অনেক দোকানে পাবেন নানান সম্ভার।