অনেক সময়ই বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত রোগের গুরুত্ব বুঝতে পারেন না মানুষ। বিশেষত ফুসফুসের ক্ষেত্রে এমনটা প্রায়শই দেখা যায়। তবে বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যা থেকে ফুসফুসের রোগ আগেভাগেই বোঝা সম্ভব। আর সেই মতো ব্যবস্থা নিলে বড় বিপদও এড়ান যায়। বিখ্যাত নিউট্রিশানিস্ট লভলিন বাত্রা নিজের ইনস্টাগ্রাম পেজে এমনই কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছেন।
বুকে ব্যাথা - এক মাস বা তারও বেশি সময় ধরে বুকে ব্যাথা বড় কোনও অসুখের লক্ষণ হতে পার। বিশেষত কাশি ও শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যাথা থাকলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়।
শ্লেষ্মা - যদি কারও বুকে এক মাস বা তারও বেশি সময় ধরে শ্লেষ্মা থাকে তাহলে তা কোনও রোগের ইঙ্গিত হতে পারে।
হঠাৎ ওজন হ্রাস - বিশেষ কোনও ডায়েট বা ওয়ার্কআউট ছাড়াই যদি কারও ওজন হঠাৎ কমে যায় তাহলে তা একেবারেই সাধারণ বিষয় নয়। হতে পারে এটি শরীরের ভিতরে বাড়তে থাকা কোনও টিউমারের সংকেত।
শ্বাসকষ্ট - যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে সেটি ফুসফুসের রোগও হতে পারে। কারণ অনেক সময় ফুসফুসে টিউমার হলে তা থেকে সৃষ্ট ফ্লুইড বায়ু চলাচলে বাধা দেয়। যার জেরে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
লাগাতার কাশি ও কাশির সঙ্গে রক্ত - লাগাতার ৮ সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি এবং কাশির সঙ্গে রক্তপাত হলে সেটি বড়সড় বিপদের সংকেত হতে পারে। কারও এমনটা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।