ভবিষ্যৎ জীবনে সমস্যা এড়াতে বিয়ের আগেই নিজের পার্টনার সম্পর্কে ভালভাবে জেনে নেওয়া উচিত। কারণ পার্টনারের আচরণ সম্পর্কে জেনে নিলে, বিয়ের পর অনেক সমস্যা এড়ানো যায়। কিন্তু কীভাবে তা বুঝবেন? এখানে রয়েছে তেমনই কিছু টিপস, যার মাধ্যমে বিয়ের আগেই নিজের হবু সঙ্গী সম্পর্কে জেনে ও বুঝে নেওয়া যায়।
আপনার প্রতি তাঁর আচরণ বুঝুন
বিয়ের আগে সঙ্গীকে বোঝার জন্য সবার আগে দেখুন তিনি আপনার সঙ্গে কেমন আচরণ করছেন। তাঁর আচরণ যদি আপনার প্রতি ভাল হয়, তাহলে বুঝতে হবে সঠিক সঙ্গী বেছে নিয়েছেন। অবশ্য অ্যারেঞ্জড ম্যারেজে অনেক সময় সেটা বোঝা মুশকিল হয়। সেক্ষেত্রে দেখুন আপনাকে নিয়ে তাঁর ভাবনাচিন্তা কীরকম। যদি ভাল লাগে, তাহলে বুঝতে হবে সঙ্গী চিনতে আপনি ভুল করেননি।
অপরিচিতের সঙ্গে ব্যবহার লক্ষ্য করুন
আপনি যাঁকে বিয়ে করতে যাচ্ছেন তাঁর আচরণ বুঝতে হলে দেখতে হবে, তিনি অচেনা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন। এর মাধ্যমে নিজের হবু পার্টনারের আচরণ ও ব্যবহার সম্পর্কে ধারণা পেতে পারেন। আর সেই বুঝে ফাইনাল সিদ্ধান্তও নিতে পারবেন।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখুন
আপনি যদি আপনার সঙ্গীর আচরণ বুঝতে চান তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি দেখুন। সোশ্যাল মিডিয়ায় মানুষের পছন্দ-অপছন্দ ফুটে ওঠে। এমনকি আপনার হবু জীবনসঙ্গী কেমন আদর্শ মেনে চলেন, তাও বুঝতে পারবেন। এক্ষেত্রে সঙ্গীর স্বভাব বুঝতে তাঁর পোস্ট ও শেয়ার কনটেন্টগুলো দেখতে পারেন।
আরও পড়ুন - দূরে মৌসুমী অক্ষরেখা, আপাতত ভারী বৃষ্টি অধরাই দক্ষিণবঙ্গে, কত দিন?