scorecardresearch
 

National Doctors’ Day 2021: কবে থেকে শুরু হল জাতীয় চিকিৎসক দিবস? জানুন ইতিহাস ও গুরুত্ব

যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন, সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিবেদিত এই দিনটি। কোভিড-১৯ অতিমারী আবারও বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের অবদান এবং ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

Advertisement
জাতীয় চিকিৎসক দিবস ২০২১ জাতীয় চিকিৎসক দিবস ২০২১
হাইলাইটস
  • কোভিড-১৯ অতিমারী আবারও বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের অবদান এবং ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
  • প্রতি বছর ১ জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস।
  • এই দিনটি ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়।

প্রতি বছর, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association/ IMA) কর্তৃক 'জাতীয় চিকিৎসক দিবস' (National Doctors’ Day) হিসাবে ১ জুলাই পালিত হয়। এই দিনটি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়। যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন, সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিবেদিত এই দিনটি। কোভিড-১৯ অতিমারী আবারও বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের অবদান এবং ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বিশ্বজুড়ে চিকিৎসকের দিবস বিভিন্ন তারিখে পালিত হয়। জেনে নিন এই বিশেষ দিনের ইতিহাস এবং তাৎপর্য কী। 

জাতীয় চিকিৎসক দিবস ২০২১: ইতিহাস (National Doctors’ Day 2021: History)

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের সম্মানে, ১৯৯১ সালে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল। ডাঃ রায় একজন চিকিৎসক যিনি চিকিৎসা ক্ষেত্রে দুর্দান্ত অবদান রেখেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৮২ সালের ১ জুলাই এবং ১৯৬২ সালে একই তারিখে অর্থাৎ ১ জুলাই- তিনি মারা যান। 

Dr.Bidhan Chandra Roy

১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। যাদবপুর টি.বি.হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ), চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং চিত্তরঞ্জন সেবা সদন (মহিলা ও শিশু বিভাগ)-র মতো হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ মেডিকেল জার্নালে, তাঁকে ভারত উপমহাদেশের প্রথম মেডিকেল পরামর্শদাতা বলা হয়েছিল। 

National Doctors’ Day 2021

আরও পড়ুন: সুস্থ থাকতে ভরসা 'ব্ল্যাক কফি'! জানুন একাধিক উপকারিতা 


জাতীয় চিকিৎসক দিবস ২০২১: গুরুত্ব (National Doctors’ Day: Significance)

Advertisement

চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের ভূমিকাকে সম্মান জানাতে জন্য 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করা হয়। এদিন তাঁদের কাজ এবং দায়িত্বগুলি স্বীকৃতি দেওয়ার বিশেষ দিন।
মারণ কোভিড -১৯ প্রাদুর্ভাবে যখন গোটা বিশ্বে মানুষ  ভীত, সেই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা রোগীদের সেবা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এমনকি নিজেদের পরিবারের নিরাপত্তার কথা না ভেবে। প্রতি বছর এই বিশেষ দিনে গোটা দেশে বিভিন্ন ভাবে উদযাপন করা হয়। 

আরও পড়ুন:  শুধু স্বাদে- গন্ধে না, পুষ্টিগুণেও ভরপুর ইলিশ! 

প্রসঙ্গত, এই বছর থেকে জাতীয় চিকিৎসক দিবসের দিন, রাজ্যের সরকারি কর্মীদের ছুটির ঘোষণা করেছে সরকার। বুধবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্যের অর্থ দফতরের তরফে। নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা খুব ভাল কাজ করেছেন। সেই কারণে সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সমবায় ইত্যাদি বন্ধ থাকবে ১ জুলাই। 

 

Advertisement