
১ জানুয়ারি (1st January) নতুন বছর (New Year) শুরু বা বছরের প্রথম দিন ঘোষণা করার পেছনের যৌক্তিকতা সম্পর্কে কখনও ভেবেছেন? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। তবে সঠিক উত্তর খুব একটা মেলে না। আর মিললেও সেটা নিয়ে থাকে ধোঁয়াশা। আমরা আজ এই প্রতিবেদনে জানব কেন ১ জানুয়ারি থেকেই নতুন বছর শুরু হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর নিউ ইয়ার ইভ হয়। আর পরের দিন অর্থাৎ ১ জানুয়ারি হয় নিউ ইয়ার। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ১ জানুয়ারিকেই কেন বছরের প্রথম দিন হিসাবে গণ্য করা হয়?
কেন নববর্ষ পালিত হয় ১ জানুয়ারি?
১৫৮২ সালের আগে রোমান ক্যালেন্ডারে (Roman Calender) দশ মাস অন্তর্ভুক্ত ছিল, নতুন বছর মার্চ মাসে শুরু হত এবং বসন্ত পর্যন্ত স্থায়ী হত। রোমের রাজা নুমা পম্পিলাস ( Roman king Numa Pompilius) রোমান ক্যালেন্ডার পরিবর্তন করেন। রাজা নুমা পম্পিলাস খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর পর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যোগ করেন এই ক্যালেন্ডারে। জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছিল জানুসের নামে, যা সমস্ত শুরুর রোমান দেবতা। মার্চ উৎসর্গ করা হয়েছিল মঙ্গলকে, যিনি আবার যুদ্ধের দেবতা।
আরও পড়ুন:Aadhaar-Mobile Number Link: কোথায়, কীভাবে আধার-মোবাইল নম্বর লিঙ্ক করাবেন ? রইল সহজ পদ্ধতি
গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্য চক্রের উপর ভিত্তি করে
তবে সমস্যা থেকেই যায়। নানা উৎসবের দিন নিয়ে ধোঁয়াশা শুরু হতে থাকে। শেষে ১৫৮২ সালে ১৫৮২ সালে পোপ অষ্টম গ্রেগরি (Pope Gregory XIII) পুরানো রোমান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন ক্যালেন্ডার আনেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে (Gregorian Calendar) ১ জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসাবে দেখানো হয়। ১৫৮২ খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গৃহীত হওয়ার পর ১ জানুয়ারিতে নতুন বছরে রিং বাজানোর প্রথার জন্ম হয়। যদিও ইতালি, ফ্রান্স এবং স্পেন সেই দেশগুলির মধ্যে ছিল যারা নতুন ক্যালেন্ডার দ্রুত গ্রহণ করেছিল। প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স দেশগুলি এটি গ্রহণ করতে খানিক দেরি করে। গ্রেট ব্রিটেন এবং এর আমেরিকান উপনিবেশগুলি ১৭৫২ সাল পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা শুরু করেনি। এর আগে তারা ২৫ মার্চ নববর্ষ উদযাপন করত।
সময়ের সঙ্গে সঙ্গে সাথে অ-খ্রিস্টান দেশগুলিও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে। যে কোনও ক্যালেন্ডার সূর্য বা চাঁদের চক্রের উপর ভিত্তি করে গণনা ব্যবহার করে তৈরি করা হয়। যে ক্যালেন্ডার চাঁদের চক্রের উপর ভিত্তি করে তৈরি হয়, তাতে বছরে ৩৫৪ দিন আছে। অন্যদিকে সূর্যের চক্রের উপর ভিত্তি করে তৈরি ক্যালেন্ডারে ৩৬৫ দিন রয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ভিত্তি হল সৌর চক্র। বেশিরভাগ দেশ এই ক্যালেন্ডার ব্যবহার করে।