scorecardresearch
 

Pujo Fashion 2022 : পুজোর জামা কেনার সময় মাথায় রাখুন এইগুলি, কেউ চোখ ফেরাতে পারবে না

বর্তমান ফ্যাশন ট্রেন্ডে, কলারযুক্ত শার্ট বা টি-শার্ট দৈনন্দিন জীবন এবং পেশাদার ক্ষেত্র, উভয় জায়গাতেই জনপ্রিয়। কলার দেওয়া, কলার ছাড়া বা চাইনিজ কলারযুক্ত, বিভিন্ন ধরনের শার্ট ও টি-শার্ট পাওয়া যায়। এক্ষেত্রে ক্রেতা নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। এই পরিস্থিতিতে, কিছু টিপস অনুসরণ করে, আপনি সহজেই সেরা কলারযুক্ত শার্ট বা টি-শার্ট নির্বাচন করতে পারেন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • এসে গেল দুর্গাপুজো
  • শুরু হয়ে গিয়েছে কেনাকাটা
  • রইলো কিছু শপিং টিপস

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। তাই জোরকদমে চলছে কেনাকাটা। কারও পছন্দ পাঞ্জাবি তো কারও পছন্দ শার্ট। কেউ ভালবাসেন কুর্তি পরতে, তো কেউ বেছে নেন শাড়ি। তবে শার্ট এবং টি-শার্ট সবসময়ই ইন-ফ্যাশন। নারী-পুরুষ উভয়েই শার্ট এবং টি-শার্ট পরতে পছন্দ করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই পুজোয় কোন শার্ট বা টি-শার্টে আপনি হয়ে উঠতে পারেন সবার চেয়ে আলাদা।

বর্তমান ফ্যাশন ট্রেন্ডে, কলারযুক্ত শার্ট বা টি-শার্ট দৈনন্দিন জীবন এবং পেশাদার ক্ষেত্র, উভয় জায়গাতেই জনপ্রিয়। কলার দেওয়া, কলার ছাড়া বা চাইনিজ কলারযুক্ত, বিভিন্ন ধরনের শার্ট ও টি-শার্ট পাওয়া যায়। এক্ষেত্রে ক্রেতা নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। এই পরিস্থিতিতে, কিছু টিপস অনুসরণ করে, আপনি সহজেই সেরা কলারযুক্ত শার্ট বা টি-শার্ট নির্বাচন করতে পারেন।

ফিটিংসে গুরুত্ব দিন
শার্ট বা টি-শার্ট কেনার সময় সবচেয়ে প্রথমেই যেদিকে নজর দিতে হবে তা হল ফিটিংস। এক্ষেত্রে কলারের ফিটিংসও এড়িয়ে গেলে চলবে না। আর জন্য ট্রায়াল রুমে শার্ট বা টি-শার্টের গলার বোতাম আটকে এবার তার মধ্যে আঙুল ঢোকানোর চেষ্টা করুন। যদি আঙুল ঢোকে তাহলে বুঝবেন কলারের ফিটিংস ঠিক আছে।

ক্যাজুয়াল এবং ফরমাল লুক কলার
ক্যাজুয়াল এবং ফরমাল লুকের শার্ট বা টি-শার্টের কলার থাকে আলাদা। ক্যাজুয়াল পোশাকের কলার সাধারণত নরম হয়। আর ফরমাল পোশাকের কলার হয় তুলনামূলক শক্ত। এক্ষেত্রে আপনার যেমন প্রয়োজন তেমন পোশাক কিনে নিতে পারেন। 

আপনাকে মানাচ্ছে কিনা দেখুন
অনেক সময় এমন কোনও পোশাক থাকে বা বিশেষ ধরনের কোনও কলার যুক্ত পোশাকে হয়ত আপনাকে খুব ভাল মানায়। আবার এমনও পোশাক থাকতে পারে যা পরলে, আপনাকে হয়ত ততটা ভাল দেখায় না। তাই নিজের চেহারার সঙ্গে মানানসই পোশাক কিনুন। 

Advertisement

আরও পড়ুনআবার ভারী বৃষ্টি? আপনার জেলায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

 

Advertisement