কয়েকদিন লাগাতার বৃষ্টির পর আজ কিছুটা উন্নতি দেখা গিয়েছে আবহাওয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ১৯ তারিখের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনা।
তবে এর মাঝে আজ থেকে আগামিকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ১৯ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলিতেও থাকছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
এর মাঝে ১৫ থেকে ১৭ তারিখে মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ২-১ জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাত।
আরও পড়ুন - শনি তৈরি করছে মহাপুরুষ রাজ-যোগ, দুর্গাপুজো মিটতেই পকেট গরম ৩ রাশির