Relationship Tips: সখী ভালবাসা কারে কয়? সত্যিকারের প্রেম চিনুন এই ১৫ লক্ষণে

রবীন্দ্র-গানে বাঙালির প্রেম-বিরহের উদযাপনেরর দিন ২৫ বৈশাখ। প্রেমে পড়া বাঙালি গেয়ে ওঠে, 'কেটেছে একেলা বিরহের বেলা....' আর বিরহের সঙ্গী, 'দিয়ে গেনু বসন্তের এই গানখানি...' আর 'ইটস কমপ্লিকেটেড' হলে- 'সখী ভালবাসা কারে কয়....' সত্যিই তো ভালবাসা কাকে বলে?

Advertisement
সখী ভালবাসা কারে কয়? সত্যিকারের প্রেম চিনুন এই ১৫ লক্ষণে সখী ভালবাসা কারে কয়?
হাইলাইটস
  • কীভাবে বুঝবেন যে মানুষকে হৃদয় দিয়েছেন তিনিই আপনার জন্য পারফেক্ট।
  • আর আপনি সত্যিকারের ভালবাসায় পড়েছেন!

২৫ বৈশাখ শুধু রবীন্দ্রনাথের জন্মদিন না। রবীন্দ্র-গানে বাঙালির প্রেম-বিরহের উদযাপনেরর দিন। প্রেমে পড়া বাঙালি গেয়ে ওঠে, 'কেটেছে একেলা বিরহের বেলা....' । বিরহের সঙ্গী, 'দিয়ে গেনু বসন্তের এই গানখানি...' । আর 'ইটস কমপ্লিকেটেড' হলে- 'সখী ভালবাসা কারে কয়....' । সত্যিই তো ভালবাসা কাকে বলে? কীভাবে বুঝবেন যে মানুষকে হৃদয় দিয়েছেন তিনিই আপনার জন্য পারফেক্ট। আর আপনি সত্যিকারের ভালবাসায় পড়েছেন! সেটা জানতে গেলে যে পড়তে হবে এই প্রতিবেদন... 

১ . প্রেমে পড়ার অনুভূতি একেক জনের এক এক রকম। এই ধরুন, রাস্তা দিয়ে হাঁটছেন। চোখের সামনে ভেসে উঠলেন প্রিয় মানুষ। আর আপনি অকারণেই হেসে ফেললেন। আচ্ছা সেই মানুষটাও কি আপনাকে নিয়ে এমনটা ভাবেন?

২. গান শোনার সময় কি আপনার মতোই আবেগতাড়িত হন! এই ধরুন প্রিয় গান শুনছেন তখন মনের গহীন কোনায় ভেসে উঠছেন আপনার 'তিনি'।

৩. মানুষকে ভালবাসা মানে শুধু 'ভাল' গুণকেই নয় 'খারাপ' গুণগুলিকেও আপন করে নেওয়া। তাহলে নির্ঘাৎ ভালবাসার আকণ্ঠ জলে ডুবে গিয়েছেন। 

৪. দু'টি মানুষ একসঙ্গে আছেন যখন ঠোকাঠুকি তো লাগবেই। স্বাভাবিকও। কিন্তু সব ভুলে পরস্পরকে আলিঙ্গন বা ক্ষমা চাইছেন? উহু, ভালবাসা আছে। 

৫. প্রিয় মানুষকে মিস করেন? তাঁর অনুপস্থিতিতে অসম্পূর্ণ বোধ করেন? আপনি ভিড়ের মাঝে খুঁজে চলেন ওই জোড়া চোখকে! বুঝলেন ভালবেসে ফেলেছেন।  

৬. প্রিয় মানুষের দুঃখ একেবারে সহ্য করতে পারছেন না। নিজেও বিষন্ন হয়ে পড়ছেন তো! ভালবাসা না থাকলে এটা হয় না।      

৭. ভালবাসার মানুষকে চোখ বন্ধ করে ভরসা করেন? তাঁকে হারানোর ভয় করেন? এবং আমি নিশ্চিত যে তিনি আপনার সঙ্গেই থাকবেন। তাহলে তো এটা ভালবাসাই। 
 
৮. ভালবাসা মানে ত্য়াগও। কারও জন্য কিছু হারাতেও আপনি কুণ্ঠা বোধ করেন না। তাঁকে খুশি করতে নিজের ইচ্ছাও জলাঞ্জলি দিচ্ছেন! বা তিনি আপনাকে খুশি করতে নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিচ্ছেন? ভালবাসা না থাকলে এটা হয় না। 

Advertisement

৯. আপনি প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া করছেন। তাঁর ভুলত্রুটি মনে করিয়ে দেন। কিন্তু তৃতীয় কেউ এটা করলেই রেগে যান।  এটাই তো ভালবাসা। যেখানে পারস্পরিক সম্মানবোধ আছে।  

১০. আপনার সিদ্ধান্তেই এখন চলে আসে 'আমরা'। আমিত্ব হারিয়ে এই আমরার পথে যাত্রাই ভালবাসা। যেখানে যে কোনও সিদ্ধান্তে দু'জনকে নিয়ে দেখেন।

১১. আচ্ছা রাস্তাঘাটে পরস্পরের সঙ্গে মজা করেন? লেগপুলিং করতেও ছাড়েন না। আর এসব করতে গিয়ে ভুলেই যান লোকে কী বলবে? 

১২. প্রিয় মানুষকে পেয়ে ফেসবুকে পরিবর্তন আসছে। আপনার প্রিয় মানুষ কি ফেসবুক এখন কম করছেন? বা আপনিও আগ্রহ হারিয়েছেন? অথবা ফেসবুকের পাসওর্য়াড দিয়ে রেখেছেন। বা অন্য কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না। অথবা ফেসবুকে রোমান্টিক গান বা অন্যান্য জিনিস শেয়াক করছেন! এটা কিন্তু ভালবাসা না থাকলে হয় না।

১৩. একা কোথাও যেতে পছন্দ করেন না। আপনার সে-ও একা কোথাও যেতে চান না। এটাও ভালবাসা।  

১৪. লোকে দেখেই ধরে ফেলছে আপনারা হর-গৌরী জুটি? আপনার সঙ্গী ও আপনি জানিয়েই প্রেম করছেন বা ফেসবুকে একসঙ্গে ছবি দিচ্ছেন? এটা কিন্তু পারস্পরিক বিশ্বাস না থাকলে হয় না। আর তাই লোকজন আপনাদের দেখলেই প্রশ্ন করছে, কবে বিয়ে করছো?
 
১৫. প্রিয় মানুষের জন্য নিজেকে বদলে ফেলতে চাইছেন? বা সে-ও বদলাচ্ছে। প্রতিষ্ঠিত দেখতে চাইছেন নিজেকে? আরও বেশি করে যোগ্য করে তুলতে চাইছেন? এটা কিন্তু ভালবাসা টেকার লক্ষণ। ভালবাসা দীর্ঘস্থায়ী করতে চাইছেন বলেই না নিজেকে আরও ঘষামাজা করছেন। 

আরও পড়ুন- টাটার এই স্টকে বাম্পার কামাই, দু'বছরে ১ লক্ষের বিনিয়োগ হল ৬০ লক্ষ

POST A COMMENT
Advertisement