Coffee For Tanning Reduce: রোদে পুড়ে কালো হাত-মুখ! কফির সঙ্গে এই সব জিনিস মাখলে ফিরবে জেল্লা

প্রসাধনীর জায়গায় কফি ব্যবহার করলে দারুণ ফল পাবেন। ত্বকের যত্নে কফি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এটি খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। সেই সঙ্গে প্রাকৃতিক ক্লিনজারও।

Advertisement
রোদে পুড়ে কালো হাত-মুখ! কফির সঙ্গে এই সব জিনিস মাখলে ফিরবে জেল্লা   ট্যানিং দূর করতে কফির উপকারিতা।
হাইলাইটস
  • প্রসাধনীর জায়গায় কফি ব্যবহার করলে দারুণ ফল পাবেন।
  • ত্বকের যত্নে কফি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।
  • এটি খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে।
  • সেই সঙ্গে প্রাকৃতিক ক্লিনজারও।

সূর্যের আলোয় জেল্লা হারায় হাত-মুখ।  সূর্যের আলোয় কালো হয়ে যায়। সেই সঙ্গে ধুলো। যার ফলে হাতে-মুখে ট্যান। নানা প্রসাধনী ব্যবহার করলেও কালো ভাব দূর হয় না। প্রসাধনীর জায়গায় কফি ব্যবহার করলে দারুণ ফল পাবেন। ত্বকের যত্নে কফি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এটি খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। সেই সঙ্গে প্রাকৃতিক ক্লিনজারও। কীভাবে হাত-মুখ পরিষ্কার করতে কফি লাগাবেন-

কফি এবং দই
 
হাতের কালো দাগ দূর করতে কফি ও দই মিশিয়ে ডি-ট্যান স্ক্রাব তৈরি করতে পারেন। একটি পাত্রে বড় চামচে কফি নিন। তাতে হলুদ মেশান। এরপর দই যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন। এই স্ক্রাবটি নিয়ে হাতে ও মুখে কিছুক্ষণ ঘষে নিন। প্রায় ২০ মিনিট পর হাত ও মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই স্ক্রাব ব্যবহার করতে পারেন।

কফি এবং অলিভ অয়েল

একটি পাত্রে এক চামচ কফি নিন। তাতে মেশান অলিভ অয়েল। এই মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট হাতে রাখার পর ধুয়ে ফেলুন। হাত থেকে ট্যানিং দূর করার পাশাপাশি ত্বককে করবে কোমল। এই প্যাক তৈরি করে মুখেও লাগাতে পারেন। মুখের ট্যানও দূর হবে। 

কফি এবং মধু

হাতে ও মুখের ট্যান দূর করতে একটি বাটিতে কফি নিন। তাতে মেশান মধু। এই মিশ্রণটি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। কফি হাত-মুখ পরিষ্কার করবে। মধু ত্বকের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। সান ট্যান দূর করতে এটা দারুণ কার্যকর। 

কফি এবং লেবু

ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক পরিষ্কার করতে ব্যবহার করা হয়।  কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। দেড় চামচ কফির সঙ্গে লেবুর রস মেশান। সেই মিশ্রণ হাতে ও মুখে লাগিয়ে নিন। হাত দিয়ে ঘষে নিন। ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে দুবার এটা প্রয়োগ করুন।       

Advertisement

আরও পড়ুন- কোলেস্টেরল বাড়ার এই ৯ লক্ষণ দেখা দেয় শরীরে, ৩ খাবারে হোন নিরোগ
 

POST A COMMENT
Advertisement