ক্যান্সার এমন রোগ যার নাম শুনলেই চোখের ঘুম উড়ে যায়। এই অসুখ হলে যন্ত্রণা তো আছেই চিকিৎসার খরচও অনেক। সেই সঙ্গে মৃত্যুভয়! অস্বাস্থ্যকর জীবনযাপন, খাওয়াদাওয়ার অনিয়ম, ধূমপান, অ্যালকোহল, তামাক, গুটখার মতো নেশাজাতীয় দ্রব্য ব্যবহার মানুষকে এই মারণ রোগের দিকে ঠেলে দিচ্ছে। WHO-র মতে, ২০২০ সালে ক্যান্সারের কারণে এক কোটিরও বেশি মানুষ মারা গিয়েছেন। পরিসংখ্যান অনুসারে,প্রতি ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয় ক্যান্সারে।
গলার ক্যান্সার আজকাল তরুণদের মধ্যে ক্রমবর্ধমান। এই ক্যান্সার গলা বা টনসিলে বাড়ে। সাধারণ উপসর্গ যা দেখা দেয়- গলা ব্যথা, কাশি, খাবার গিলতে অসুবিধা, কর্কশ গলা এবং কানে ব্যথা। গলার ক্যানসারের লক্ষণগুলি সময়মতো শনাক্ত করে দ্রুত চিকিৎসকের কাছে দেখালে শতভাগ নিরাময় সম্ভব। এ রোগে আক্রান্তের সজাগ ও সাহসী থাকা খুবই জরুরি।
মুখের ক্যান্সার সাধারণত মুখের, জিহ্বায়, সামনের অংশে, মিউকাস মেমব্রেনে বা থাইরয়েড গ্রন্থির যে কোনও জায়গায় হতে পারে। এ রোগের লক্ষণগুলি শনাক্ত করা গেলে সহজেই চিকিৎসা করা যায়। বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিই মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কীভাবে চিহ্নিত করা যায়।
গলার ক্যান্সার কত প্রকার? গলার ক্যানসার ৬ প্রকারের।
১। নাসফ্যারিঞ্জিয়াল ক্যান্সার যা নাকের ঠিক পিছনে শুরু হয়।
২। অরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার- এটি মুখের ডান দিক থেকে শুরু হয়। টনসিলে ক্যান্সারের একটি অংশ।
৩। হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার গলার নীচের অংশে ঘটে যা খাদ্য পাইপের নালির থাকে।
৪। ভোকাল কর্ড থেকে গ্লোটিক ক্যান্সার শুরু হয়।
৫। সুপ্রাগ্লোটিক ক্যান্সার স্বরযন্ত্রের উপরের অংশ থেকে শুরু হয়। রোগী খাবার গিলতে পারে না।
৬। সাবগ্লোটিক ক্যান্সার স্বরযন্ত্রের নীচে শুরু হয়।
গলায় ক্যান্সারের লক্ষণ
-গলা ব্যথা ক্যান্সারের একটি উপসর্গ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ২১ দিন বা তার বেশি সময় ধরে গলা ব্যথা থাকে তবে আপনার অবিলম্বে ডাক্তার দেখানো উচিত।
-দীর্ঘক্ষণ গলায় কিছু আটকে থাকার অনুভূতিও গলার ক্যান্সারের লক্ষণ। রোগী খাবার গিলে ফেললে খেতে অসুবিধা হয়।
-ক্রমাগত শ্বাসকষ্ট ক্যান্সারের একটি উপসর্গ।
-কোনও কারণ ছাড়াই গলা থেকে রক্ত পড়াও গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে।
- গালের ভিতরের অংশে সাদা এবং লাল ছোপ দেখা গেলেও তা ক্যান্সারের লক্ষণ হতে পারে।
- মুখের ক্যান্সার দাঁত ও মাড়ির যে কোনও জায়গায় শুরু হতে পারে। কয়েকদিন মুখে কোনও সমস্যা দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
- গলায় দীর্ঘদিন কফ জমে থাকা এবং কণ্ঠস্বর পরিবর্তন হওয়াও ক্যান্সারের লক্ষণ হতে পারে।
-যেকোনো ধরনের ক্যানসার হলে প্রথমেই যেটা হয় তা হলো ওজন কমা। ওজন কমাও ক্যান্সারের লক্ষণ।
- কানে ক্রমাগত ব্যথাও গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে।
আরও পড়ুন- ৭ লক্ষণ দেখা দিলেই ডায়াবেটিস, দেখুন বয়স অনুযায়ী সুগার চার্ট