scorecardresearch
 

Vastu Tips: বাড়ির নেগেটিভ এনার্জি দূরে রাখতে জানুন আসবাব রাখার সঠিক নিয়ম

বাড়িতে রাখা প্রতিটি জিনিসের রং থেকে শুরু করে কোথায় রাখা হবে, সবটা রাখার বাস্তু (Vastu) নিয়ম আছে। বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) এনার্জির গুরুত্ব অনেক। প্রতিটা জিনিস কোথায় রাখা হচ্ছে তার উপর সেই বস্তুর এনার্জি নির্ভর করে।

Advertisement
বাড়ির নেগেটিভ এনার্জি দূরে রাখতে ফার্নিচার রাখার নিয়ম বাড়ির নেগেটিভ এনার্জি দূরে রাখতে ফার্নিচার রাখার নিয়ম
হাইলাইটস
  • বাস্তু দোষ আমাদের জীবনকে প্রভাবিত করে বিভিন্ন ভাবে।
  • বাস্তু শাস্ত্রে এনার্জির গুরুত্ব অনেক।
  • বট কিংবা অশ্বত্থ গাছের কাঠ থেকে তৈরি ফার্নিচার বাড়ির জন্য ভাল না।

বাস্তু (Vastu) দোষ আমাদের জীবনকে প্রভাবিত করে বিভিন্ন ভাবে। বাড়িতে রাখা প্রতিটি জিনিসের রং থেকে শুরু করে কোথায় রাখা হবে, সবটা রাখার বাস্তু নিয়ম আছে।

বাস্তু শাস্ত্রে এনার্জির গুরুত্ব অনেক। প্রতিটা জিনিস কোথায় রাখা হচ্ছে তার উপর সেই বস্তুর এনার্জি নির্ভর করে। জেনে নিন বাড়ির আসবাবপত্র কোথায় রাখবেন।

* আপনার ড্রয়িং রুমে যদি প্রচুর পরিমাণে আসবাবপত্রে ঠাসা থাকে, যেমন সোফা সেট,টেবিল, তাহলে সাবধান হন! হতে পারে সেই জায়গায় নেগেটিভ এনার্জি রয়েছে। যার ফলে আপনার পরিবারে অযথা স্ট্রেস অনুভূত হতে পারে।

* আসবাবপত্র কেনার সময়ে মাথায় রাখবেন, আপনার বাড়ির পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে ফার্নিচারের দিক নির্ণয় করতে হবে।

*   বট কিংবা অশ্বত্থ গাছের কাঠ থেকে তৈরি ফার্নিচার বাড়ির জন্য ভাল না।

* অশোক, শাল , অর্জুন, শিশু, নিম গাছের কাঠ থেকে বাড়ির আসবাবপত্র তৈরি করুন।

* ফার্নিচারগুলি বাড়িতে এমন জায়গায় রাখুন যাতে উত্তর বা পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে সেগুলি বেশি থাকে। 

* ডাইনিং টেবিল অবশ্যই চৌকো আকৃতির কিনবেন। গোলাকার টেবিল বাড়ির জন্য ভাল না।

* যারা বাড়ি বানাবেন, প্রথম নকশার সময়ই খেয়াল রাখবেন, প্রতিটি ডিজাইন যেন ভেবে চিন্তে আঁকা হয়। তাহলেই বাড়িতে কোনও বাস্তু দোষ থাকবে না।   

আরও পড়ুন: ময়ূরের পালকেই কাটবে বাস্তু দোষ! 

অনেক সময়েই বাড়িতে থাকলেও একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে। কিন্তু এর সমাধানের উপায় খুঁজে পান না অনেকে। উপরে দেওয়া বাস্তু টিপসগুলি আজ থেকেই মেনে চলুন। তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ-শান্তি- সমৃদ্ধি।   

Advertisement

Advertisement