scorecardresearch
 

Wedding Rings Rules: বাঁ হাতের অনামিকাতেই কেন বিয়ের আংটি পরার নিয়ম? জানলে অবাক হবেন...

Wedding Rings: পৃথিবীর সব দেশেই বিয়ের আংটি বাঁ হাতের অনামিকা আঙুলে পরানো হয়। সে অ্যারেঞ্জ হোক কিংবা লভ ম্যারেজ। জানলে অবাক হবেন, এই প্রথা আজকের নয়।

Advertisement
প্রতীকী ছবি  প্রতীকী ছবি

প্রেমের সম্পর্কে মান্যতা দিতে বাগদান একটা চল। যার মধ্যে আংটিবদল প্রায় সব ধর্মের মানুষই করেন। বিদেশের মতো এদেশেও বর্তমান সময়ে 'রিং সেরেমনি' অনুষ্ঠানের আয়োজন হয় ধুমধাম করে। পৃথিবীর সব দেশেই বিয়ের আংটি বাঁ হাতের অনামিকা আঙুলে পরানো হয়। সে অ্যারেঞ্জ হোক কিংবা লভ ম্যারেজ। জানলে অবাক হবেন, এই প্রথা আজকের নয়। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই প্রথা। প্রাচীন রোমের একটা কথা হল 'ভেনা এমোরিয়াস'। এর অর্থ হল প্রেমের শিরা বাঁ হাতের অনামিকা থেকে সরাসরি হৃৎপিণ্ডে পৌঁছেছে। আর এই বিশেষ কারণেই বিয়ের আংটি পরানো হয় বাঁ হাতের অনামিকায়।

এবার প্রশ্ন হচ্ছে ,বাঁ হাতের অনামিকাতেই কেন পরানো হয় বিয়ের আংটি? তর্জনী, মধ্যমা বা কনিষ্ঠ আঙুলে কেন পরানো হয় না? এর পিছনে রয়েছে একাধিক কারণ। জানা যায়, চিনেও এই প্রথার চল ছিল। কিন্তু তাদের সংস্কৃতি আলাদা। চিনের সংস্কৃতি অনুযায়ী প্রত্যেক আঙুলের ভিন্ন তাৎপর্য রয়েছে। বুড়ো আঙুল বাবা মাকে প্রতিনিধিত্ব করে, তর্জনী আত্মীয়স্বজন ও ভাইবোনের জন্য। মধ্যমা নিজের ও সন্তানদের জন্য। আর অনামিকা জীবনসঙ্গীর জন্য। উল্লেখ্য, ষোলো শতকে বিখ্যাত ডাচ চিকিৎসক লেভিনাস লেমনিয়াস বলেন, মহিলারা  যদি নিজেদের অনামিকায় সোনার আংটি ঘষেন, তাহলে তাদের হৃদয়ে একপ্রকার মৃদু আলোড়নের সৃষ্টি হয়। যার কারণে তাঁদের দেহ ও মন সতেজ থাকে।

এবিষয়ে ভারতীয় জ্যোতিষশাস্ত্র কী বলে? ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে বিশুদ্ধ প্রেম একটি স্বর্গীয় বস্তু যা, সকলের মধ্যে থাকে। কালপুরুষের পঞ্চম ভাব হল সিংহ রাশি। যাকে বলা হয় রবির রাশি বা প্রেমের রাশি। আর রবির আঙুল হল অনামিকা। তাই অনামিকাকে বলা হয় প্রেমের আঙুল। বাঁ হাতেই কেন পরানো হয় এই আংটি? তার পিছনেও কারণ রয়েছে। ভারতীয় শাস্ত্রে প্রাচীনকাল থেকেই মেয়েদের 'বামা' বলা হয়ে থাকে। আর অর্ধনারীশ্বরে বাঁ দিকেই থাকেন নারী। তাই অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি। যদিও এই তত্ত্বের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। 

Advertisement

কীভাবে শুরু হল এই রীতি? জানা যায়, প্রায় হাজার পাঁচেক বছর আগে মিশরীয় সভ্যতায় অন্তহীন জীবনের প্রতীক হিসেবে আংটির আত্মপ্রকাশ ঘটে। প্যাপিরাসে মমির উপরেও আংটির অস্তিত্ব পাওয়া গেছে। তবে প্রথমে কেবল মহিলারাই আংটি পরতেন। রোমান আমলে বাঁকানো চাবিকে প্রেমের প্রতীক হিসাবে মানা হতো। তাই তখন বিয়ের আংটিতে স্বামীর ভালোবাসার প্রতীক হিসেবে একটি চাবি ঝোলানো থাকত। 

কিন্তু সব দেশেই যে বিয়ের আংটি বাঁ হাতে পরে তা নয় কিন্তু। ডান হাতে বিয়ের আংটি পরার চল রয়েছে ডেনমার্ক, পোল্যান্ড, কিউবা, ইসরায়েল, জার্মানি, অস্ট্রিয়ার মতো দেশগুলিতে। ইসরায়েলে আবার বিয়ের আংটি নিয়ে অন্যরকম রীতি রয়েছে। তারা সাধারনত ডান হাতের তর্জনীতে বিয়ের আংটি পরে। তাদের মতে বিয়ের আংটি এই আঙুলেই পরাতে হবে। ইহুদিদের ক্ষেত্রে এটা আবার সম্পূর্ণ আলাদা। তারা মনে করে, আংটি থাকবে শুধু বরের কাছেই।

 

Advertisement