scorecardresearch
 

Darjeeling Must Vist Place: দার্জিলিং যাওয়ার প্ল্যান? রইল ২৫ বেড়ানোর জায়গার হদিশ

Darjeeling Must Vist Place: দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ মূলত তিনটে। যা অন্য কোথাও মিলবে না। এক কাঞ্চনজঙ্ঘা, দুই সব সময় শীতল আমেজ আর তৃতীয় হল টয়ট্রেন। তবে দু'তিন দিন থাকতে গেলে এই তিনটিতে মন ভরবে না। তাই ঘুরতে গেলে আরও কয়েকটি জায়গা জেনে রাখা ভাল।

Advertisement
দার্জিলিংয়ে গিয়ে কী কী দেখবেন? রইল ২৫ টি দর্শনীয় জায়গার তালিকা দার্জিলিংয়ে গিয়ে কী কী দেখবেন? রইল ২৫ টি দর্শনীয় জায়গার তালিকা
হাইলাইটস
  • দার্জিলিংয়ে গিয়ে কী কী দেখবেন?
  • রইল ২৫ টি দর্শনীয় জায়গার তালিকা
  • ঘুরতে যাওয়ার আগে দেখে নিন

Darjeeling Must Vist Place: দার্জিলিং আমাদের বাঙালিদের সবারই চেনা। ছোটবেলা বাবা-মায়ের হাত ধরে যাওয়া শুরু হয়, শেষ হয় নাতি-নাতনিতেদর হাত ধরে। দার্জিলিং নিয়ে আমাদের আবেগ এবং ভালবাসা কখনও কমে না। শুধু আমরা কেন দার্জিলিং পাহাড়ের প্রেমে পড়ে এখানে সময় কাটিয়ে গিয়েছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, চিত্তররঞ্জন দাশ, বিবেকানন্দ থেকে অনেক বিখ্যাত ব্যক্তিরা। এমনকী এখানে বলিউড-টলিউডেরও আউটডোর শুটিংয়ের জন্য় অন্য়তম পছন্দ সেই কোন কাল থেকে। 

আরও পড়ুনঃ প্রবল গরমে কিডনিও বিগড়ে যায়, বাঁচার উপায় কী?

দার্জিলিংয়ের আকর্ষণ

দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ মূলত তিনটে। যা অন্য কোথাও মিলবে না। এক কাঞ্চনজঙ্ঘা, দুই সব সময় শীতল আমেজ আর তৃতীয় হল টয়ট্রেন। তবে দু'তিন দিন থাকতে গেলে এই তিনটিতে মন ভরবে না। তাই ঘুরতে গেলে আরও কয়েকটি জায়গা জেনে রাখা ভাল। অনেকে এগুলোর অনেকগুলোরই নাম জানেন না। বা শুনে থাকলেও পরিকল্পনা ও হাতের সামনেতালিকা না থাকায় ঘুরতে পারেন না। কোথায় ঘুরব, কোথায় ঘুরব করে ম্যালে বসে কাটিয়ে দেন। তাদের জন্য শৈলশহরের ২৫টি দেখার জায়গার একটি তালিকা করে দেওয়া হল। আশা করি কাজে লাগবে। 

দার্জিলিংয়ে গিয়ে কী কী দেখবেন? রইল ২৫ টি দর্শনীয় জায়গার তালিকা

১.  টাইগার হিল (Tiger Hill)
২. বাতাসিয়া লুপ (Batasia Loop)
৩. বুদ্ধিস্ট মনেস্ট্রি (Buddhist Monestrey)
৪.  ঘুম মনাস্ট্রি (Ghum Station And Monestery)
৫.  রক গার্ডেন (Tenzing Rock)
৬.  দার্জিলিংয়ের চিড়িয়াখানা (Padmaja Naidu Himalayan Zoological Park)| 
৭.   হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট (HMI)
৮.   দার্জিলিং রঙ্গমঞ্চ ভবন (Darjeeling Rangamanch Bhawan)
৯.   সেন্ট অ্যান্ড্রুস চার্চ (Saint Andrews Chruch)
১০. মহাকাল মার্কেট, মহাকাল মন্দির (Mahakal Mandir)
১১.  অবজারভেটরি হিল (Obserbetory)
১২. গঙ্গা মাইয়া পার্ক বা রক গার্ডেন  (Gangamaiya Park)
১৩  নেপাল সীমানা ভিউ পয়েন্ট (Nepal Border View Point)
১৪. ভারত নেপাল বর্ডার (India-Nepal Border At Pashupati)
১৫. জাপানিজ টেম্পল (Japanese Temple)
১৬. পিস প্যাগোডা (Peace Pagoda)
১৭. আভা আর্ট গ্যালারি (Ava Art Gallery)
১৮. ডলি মনাস্ট্রি (Dolly Monestery)
১৯. ধীরধাম টেম্পল (Dhirdham Temple)
২০ .রোপ ওয়ে (Rope Way)
২১. দার্জিলিং মিউজিয়াম (Darjeeling Museum)
২২. বিজন বাড়ি (Bijanbarie)
২৩. সেন্ট পলস গীর্জা (Saint Paul's Church)
২৪.  রক ও সংলগ্ন হনুমান মন্দির (Hanuman Temple)
২৫. টি গার্ডেন (Tea Garden)

Advertisement

কীভাবে যাবেন?

দার্জিলিংয়ের সবথেকে কাছের রেলস্টেশন নিউ জলপাইগুড়ি। সেখান থেকে সড়কপথে এই হিল স্টেশনে যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। গন্তব্যে পৌঁছনোর জন্য প্রাইভেট ট্যাক্সি, শেয়ার্ড ক্যাব এবং বাস পেয়ে যাবেন। বিমানে যেতে চাইলে আপনাকে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। সেখান থেকে প্রাইভেট ট্যাক্সি, শেয়ার্ড ট্যাক্সি এবং বাস পেয়ে যাবেন সহজেই। দার্জিলিং পৌঁছতে সময় লাগবে চার ঘণ্টার মতো।

 

Advertisement