scorecardresearch
 

পার্লার কর্মীর হাতে শ্যাম্পু করাতে গিয়ে স্ট্রোক মহিলার, কীভাবে সাবধান থাকবেন?

পার্লারে রূপচর্চা করতে গিয়ে স্ট্রোক মহিলার। হায়দরাবাদের ওই মহিলা শ্যাম্পু করাচ্ছিলেন। সেই সময় তাঁর স্ট্রোক হয়। চিকিৎসকরা একে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম (Beauty Parlour Stroke Syndrome) বলেছেন। এই ঘটনা সামনে আসার পর আতঙ্কিত অনেকেই। বিশেষ করে মহিলারা।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • পার্লারে রূপচর্চা করতে গিয়ে স্ট্রোক মহিলার
  • তারপর থেকেই আতঙ্কিত মহিলারা

পার্লারে রূপচর্চা করতে গিয়ে স্ট্রোক মহিলার। হায়দরাবাদের ওই মহিলা শ্যাম্পু করাচ্ছিলেন। সেই সময় তাঁর স্ট্রোক হয়। চিকিৎসকরা একে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম (Beauty Parlour Stroke Syndrome) বলেছেন। এই ঘটনা সামনে আসার পর আতঙ্কিত অনেকেই। বিশেষ করে মহিলারা। 

শ্যাম্পু করাতে গিয়ে স্ট্রোকের ঘটনা উদ্ভট শোনালেও এই প্রথম এমন হল, তা কিন্তু নয়। বিশ্ববিখ্যাত সংবাদপত্র The Guardian আগে এমনই একটা খবর প্রকাশ করেছিল। সেখানে জানানো হয়েছিল, ১৯৯৩ সালে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে সম্ভবত প্রথম সামনে আসে।  আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক ডাক্তার জানিয়েছিলেন, বিউটি পার্লারে চুলে শ্যাম্পু করার সময় পাঁচজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দেহ অসাড় হতে শুরু করে। মাথা ঘোরা,ভারসাম্য হারানো এবং মুখ অসাড় হয়ে যায়। পাঁচজনের মধ্যে চারজন স্ট্রোকের শিকার হয়েছিলেন। 

আরও পড়ুন : ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য? বড় UPDATE

হায়দরাবাদের ৫০ বছর বয়সী যে মহিলার স্ট্রোক হয়েছে তাঁর ক্ষেত্রে কী হয়েছিল? সংবাদমাধ্যমে প্রকাশ, ওই মহিলার চুলে শ্যাম্পু করার সময় তাঁর ঘাড়ের কোনও স্পর্শকাতর জায়গায় চাপ পড়ে। যার ফলে স্ট্রোক হয়।

সেকেন্দ্রাবাদের কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডঃ প্রবীণ কুমার ইয়াদা, সংবাদমাধ্যমকে জানান, ঘাড়ে বা মাথায় মালিশ করার সময় অসাবধানতা বশত এটা হতে পারে। এতে স্ট্রোক হতে পারে সেজন্য কেউ সারাজীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারেন আবার মৃত্যুও অসম্ভব নয়। 

আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিআর নিয়ে বিজ্ঞপ্তি সরকারের

কীভাবে সাবধান থাকবেন ? 

চিকিসৎকরা জানাচ্ছেন, পার্লারে গিয়ে শ্যাম্পু করানোর সময় বা ম্যাসাজ করানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। ঘাড়, বগল, কাঁধ, মাথা শরীরের স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলোতে কখনও চাপ দিয়ে ম্যাসাজ করানো উচিত নয়। ক্ষণিকের আরাম পেতে গেলে তা বিপদ ডেকে আনতে পারে। আর আপনার শরীরের যে অংশগুলোতে ক্ষত আছে বা ভেঙেছে কোনও সময় সেই অঙ্গগুলোতেও ম্যাসাজ করানো উচিত নয়। তাহলেই বিপদ এড়ানো সম্ভব।  

Advertisement

Advertisement