Advertisement
লাইফস্টাইল

Buxa Forest Butterfly Park: বাঘের ডেরায় প্রজাপতি ও পাখির কূজন শুনতে চাইলে শীতে চলুন উত্তরের এই জঙ্গলে

প্রজাপতি পার্ক
  • 1/8

Buxa Forest Butterfly Park: ইস্টার্ন হিমালয়ান রিজ়িয়নে উন্নয়নের নাম করে লাগাতার বনভূমি কাটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁদের সতর্কবার্তা, এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়বে।

প্রজাপতি পার্ক
  • 2/8

এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, বিধায়ক শংকর ঘোষ, ন্যাফ-এর মুখপাত্র অনিমেষ বসু এবং ডুয়ার্সের কর্ণধার প্রদোষরঞ্জন সাহা-সহ বিশিষ্টজনেরা। বন রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বার্তাও দেন বক্তারা।

 

প্রজাপতি পার্ক
  • 3/8

ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা রাজা ভাতখাওয়ার প্রজাপতি উদ্যান শীতের মরশুমে রূপ নিয়েছে পাখিদের স্বর্গভূমিতে।

Advertisement
প্রজাপতি পার্ক
  • 4/8

২০১৭ সালে বন দফতরের উদ্যোগে তৈরি হওয়া চার একর জুড়ে এই উদ্যানটি প্রথমে পরিচিত ছিল প্রজাপতিদের আশ্রয়স্থল হিসেবে। বন দফতরের দাবি, এখানে এখনও পর্যন্ত দেখা মিলেছে ১৪১ প্রজাতির প্রজাপতির।

 

প্রজাপতি পার্ক
  • 5/8

তবে শীত নামতেই প্রজাপতির সংখ্যা কমে এলেও ভিড় বাড়ে নানা পাখির। স্পাইডার হান্টার, ক্রিমসন সানবার্ড, গোল্ডেন ফ্রন্টেড লিফ বার্ড-সহ বহু প্রজাতির পাখি এই উদ্যানে আশ্রয় নেয়।

প্রজাপতি পার্ক
  • 6/8

কয়েকশো গাছে ঘেরা হওয়ায় বক্সার জঙ্গল সাফারিতে যেসব পাখি দেখা যায়, তার অধিকাংশই শীতে চলে আসে এই উদ্যানে।

 

প্রজাপতি পার্ক
  • 7/8

শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচিরমিচিরে মুখর থাকে গোটা এলাকা। সেই দৃশ্য বন্দি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বন্যপ্রাণীপ্রেমীরা।

 

Advertisement
প্রজাপতি পার্ক
  • 8/8

ফলে এখন প্রজাপতির পাশাপাশি পাখি দর্শনের আকর্ষণেও আরও জনপ্রিয় হয়ে উঠছে রাজা ভাতখাওয়ার প্রজাপতি উদ্যান।

Advertisement