scorecardresearch
 
Advertisement
পর্যটন

Darjeeling Dooars: দার্জিলিঙে কত ডিগ্রি? ভিড় বাড়ছে পর্যটকদের, ডুয়ার্সে 'ফাঁকা', রইল ছবি

দার্জিলিং ও ডুয়ার্স
  • 1/10

তীব্র দাবদাহে কাঁপছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের সমতলে অতটা না হলেও তাপমাত্রা গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে। যাকে এক কথায় আরামদায়ক বলা যায় না। ফলে ডুয়ার্সে যেতে চাইছেন না পর্যটকরাই। কারণ জঙ্গলের ভিতরে বা জঙ্গল লাগোয়া এলাকাতেও এখন রিলিফ মিলছে না। 

দার্জিলিং ও ডুয়ার্স
  • 2/10

কিন্তু পাহাড়র পরিস্থিতি অন্য। শিলিগুড়ি ছাড়িয়ে আধ ঘন্টা চড়াইয়ে উঠতেই ঠান্ডা বাতাস ও কুয়াশা এসে ঘিরে ধরছে। ঘুরতে যদি যেতেই হয়, তাহলে পাহাড়ে যাওয়াই ভাল এমনটাই মত সকলের।

দার্জিলিং ও ডুয়ার্স
  • 3/10

দেশের ১৮ তম লোকসভা নির্বাচন চলছে। যদিও দার্জিলিংয়ের ভোট হয়ে গিয়েছে একদিন আগেই। তবে ভোট নিয়ে থোড়াই কেয়ার, ভোটগ্রহণের মধ্যেই ভিড় জমেছে পর্যটকদের। তবে ভোটের আবহের মধ্যেও বিন্দুমাত্র ভাটা পড়েনি পর্যটকদের আনাগোনায়। বঙ্গের সমতলের তীব্র গরম থেকে বাঁচতে বহু পর্যটক ছুটছেন পাহাড়ের দিকে। ভিড় জমছে টয়ট্রেনেও।

Advertisement
দার্জিলিং ও ডুয়ার্স
  • 4/10

কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান সহ দিল্লি, মুম্বই, চেন্নাই থেকেও পর্যটকরা হাজির হয়েছেন এই সময়। মুম্বই থেকে আসা একটি পরিবার দার্জিলিঙের পরিবেশকে উপভোগ করে আপ্লুত। বিশেষ করে দার্জিলিঙের টয় ট্রেনে চড়ে গোটা পরিবার উচ্ছ্বসিত। তাঁর এবং তাঁর বাচ্চাদের বেশ অনেকটাই আনন্দ হয়েছে টয়ট্রেনে ওঠার পর। আবার পরিবেশ ও টয়ট্রেনের টানে আসবেন বলে জানিয়েছেন। 

দার্জিলিং ও ডুয়ার্স
  • 5/10

এর আগেও এসেছেন কলকাতার লেকগার্ডেনের বাসিন্দা নীলাব্জ মল্লিকরা। জানালেন, ২-৩ বছর অন্তর একবার দার্জিলিং ঢুঁ মারতে না পারলে মন ভাল লাগে না। বারবার আসেন, নানা দিক ঘোরেন। এবার অবশ্য ছোট্ট ছুটি মাত্র ৩ দিনের। তাই শুধু হাঁটাপথে ঘুরবেন বলে ঠিক করেছেন। বাকি সময় অলসভাবে প্রকৃতি উপভোগ করে যাবেন।দার্জিলিংয়ে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটের আবহও পর্যটকদের কাছে একটা বাড়তি আমেজ এনে দিয়েছিল। 

দার্জিলিং ও ডুয়ার্স
  • 6/10

অন্যদিকে বিপরীত চিত্র ডুয়ার্সে। মূর্তি, লাটাগুড়ি, গরুমারা, জলদাপাড়ায় তাপমাত্রা চড়ছে সমতলের অন্যান্য জায়গার মতো। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ করতে আসছে, তাঁরা শীতলতার খোঁজে চলে যাচ্ছেন পাহাড়ে। 

দার্জিলিং ও ডুয়ার্স
  • 7/10

ফলে আর্থিকভাবে সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। তাই দার্জিলিংয়ে যেখানে রমরমা ব্যবসা, সেখানে মুখ থুবড়ে পড়ছে সমতলের জঙ্গলের পর্যটন।

 

Advertisement
দার্জিলিং ও ডুয়ার্স
  • 8/10

ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল মেটেলি ব্লকের মূর্তি। সেই মূর্তিতে গত কয়েকদিন ধরে পর্যটকের দেখা নেই। বিভিন্ন হোটেল, রিসোর্টগুলিরও একই অবস্থা। খাঁখাঁ করছে মূর্তি। আর পর্যটকদের ভিড় না হওয়ায় এখানকার বেশ কিছু দোকান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। 

দার্জিলিঙে কত ডিগ্রি
  • 9/10

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় পর্যটক নেই, তাই বিক্রিবাটাও নেই। রবিবার ও ছুটির দিনগুলিতে বিকেলের পর স্থানীয়রা আসছেন। তবে তাতে লাভের লাভ কিছু হচ্ছে না। তীব্র গরম এবং ভোটের কারণেই পর্যটক শূন্য বলে মনে করছেন তারা।

 

দার্জিলিঙে কত ডিগ্রি
  • 10/10

আপাতত তাপমাত্রা না কমলে এবং বর্ষা না ঢোকা পর্যন্ত পর্যটক ফেরানো মুশকিল বলে মনে করছেন অনেকে।

Advertisement