scorecardresearch
 
Advertisement
পর্যটন

Snowfall Darjeeling: দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 1/10

তুষারে ঢেকেছে দার্জিলিংয়ের শিখর। সান্দাকফুতে বরফ পড়া শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। কিন্তু ১ ডিগ্রির মতো অনুভব হচ্ছে।
 

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 2/10

গত রাত থেকে দার্জিলিং পাহাড়ে ঘনঘন বজ্রপাত ও সঙ্গে বৃষ্টি অকাল বর্ষার আবহ।

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 3/10

আচমকা এমন আবহাওয়ার রোজকার কাজকর্মে ব্যাঘাত ঘটেছে। কিন্তু জল সংকট থেকে মুক্তি মিলবে মনে করে জনসাধারণ খুশি।

Advertisement
দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 4/10

মঙ্গলবার রাত আনুমানিক ১২:৩০ থেকে পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সকাল ৩ টা থেকে পাহাড়ে ভারী বজ্রপাত হয়েছে এবং এটি বছরের প্রথম বজ্রঝড়।
 

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 5/10

শীত বা বর্ষার মতো কুয়াশা নেই বটে, তবে হিমেল বাতাসের ফলে তাপমাত্রা আচমকা কমে গিয়েছে অনেকটাই।

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 6/10

সাধারণ মানুষ আজকের বৃষ্টিতে খুশি এবং দার্জিলিং পাহাড়ে আরও বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করছেন তাঁরা, কারণ হল জলের সঙ্কট মিটবে। 

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 7/10

শীতের পর থেকেই পাহাড়ে জলসঙ্কট দেখা দেয় প্রতি বছর, গত দুই সপ্তাহ থেকে পৌরসভার তরফ থেকে জল সরবরাহ করা হয়েছে কিন্তু  তা প্রয়োজনের তুলনায় কম।

Advertisement
দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 8/10

এদিকে বৃষ্টি শুরু হয়েছে সমতলে শিলিগুড়ি-জলপাইগুড়ি-কোচবিহার-আলিপুরদুয়ার সহ অন্যান্য এলাকাতেও। ফলে সব জায়গায় তাপমাত্রা ৪-৫ ডিগ্রি করে কমেছে।

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 9/10

তোরঙ্গে-আলমারিতে উঠে যাওয়া শীতপোশাক মাঝ রাতেই হাতড়ে বের করেছেন সমতলের বাসিন্দারাও।

দার্জিলিঙে ব্যাপক স্নোফল, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা, কী অবস্থা? রইল সব ছবি
  • 10/10

দিনভর চলা ফ্যান বন্ধ হয়েছে রাত ১ টার পর থেকে। হিমেল বাতাসে ফের স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গের পাহাড়-সমতলে।

Advertisement