গরুমারার (Gorumara National Park) একটি নজরমিনার বন্ধ প্রায় দু’বছরের বেশি সময় ধরে। অন্য নজরমিনারটিতে টিকিট কেটে পর্যটকরা কাছে যেতে পারলেও বেহাল থাকায় সেটিতে চড়তে পারা যাচ্ছে না। তাহলে টিকিটই বা দেওয়া হচ্ছে কেন সে প্রশ্নও উঠছে।
Darjeeling Toy Train Joyride: পর্যটকদের কথা মাথায় রেখে আজ ২১ অক্টোবর থেকে চালু করা হল আরও একাধিক জয়রাইড। দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত চালু জয়রাইডগুলির পাশাপাশি আরও জয়রাইড শুরু করছে রেল।
Helicopter Service Darjeeling Hills: প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পরিবহণ দফতর ঘিসিংয়ের চিহ্নিত করা দূতেরিয়াতে জমিতে হেলপ্যাড তৈরির সিদ্ধান্ত নেয়। কালিম্পংয়ের ডেলোতেও হেলিপ্যাড তৈরির ক্ষেত্রেও এমন প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে। মিরিকের হেলিপ্যাড আগেই তৈরি ছিল। আপাতত সেখান থেকে ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে। ফলে পরিষেবা শুরু করতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই মনে হচ্ছে।
Sikkim Snowfall: ছাঙ্গু-সমোগো এলাকায় রবিবার রাত থেকে হালকা তুষারপাত শুরু হয়েছে। বছরের প্রথম তুষারপাত হিসেবে তা রেকর্ড হয়েছে। সময়ের আগে তুষারপাত শুরু হওয়ায় সিকিম বিমুখ পর্যটককে ফের পাহাড়ের দিকে ঠেলে দেবে বলে আশাবাদী পর্যটন সার্কিট। অনেকেই তুষারপাতের খবর পেয়ে গাড়ি ভাড়া করে এলাকায় ছুটছেন বরফপাত দেখতে।