Majhidhura Tourist Destination: তিস্তার ধারে, সবুজ পাহাড়ে জড়ানো মাঝিধুরার সকাল যেন এক স্বপ্নময় দৃশ্য। ঘন কুয়াশা, পাইন গাছের সারি আর ঠান্ডা হাওয়ার পরশ, শরীর-মন জুড়িয়ে দেয়। এই পাহাড়ি গ্রামে সূর্যোদয় দেখলে মনে হবে যেন সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালিতেই পৌঁছে গিয়েছেন। যারা প্রকৃতির কোলে হারাতে চান, তাদের জন্য মাঝিধুরা স্বর্গের মতোই সুন্দর, যাকে কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না।
পুজোর ছুটিতে উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার প্ল্যান? এদিকে দূরপাল্লার ট্রেনের টিকিট পাচ্ছেন না? ভারতীয় রেলের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, যাত্রার দু'মাস আগে খোলা হয় টিকিটের অনলাইন পোর্টাল। চলতি বছরে ২৭ সেপ্টেম্বর, শনিবার পঞ্চমী। হাতে আর মাত্র কয়েকটা দিন। যারা পঞ্চমী থেকে পাহাড় যাবেন ভাবছেন, তারা টিকিট পাবেন না। তৎকাল পেতে পারেন। তবে তার অপেক্ষা না করে ট্রেনের ভাড়ায় সহজে পৌঁছে যান উত্তরবঙ্গ।
NBSTC Puja Tour Package Cancel: এনবিএসটিসির চেয়ারম্যান জানিয়েছেন, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে তাঁরা পুজো পরিক্রমা, সবুজের পথে হাতছানি যেমন করছেন, তেমনই পরিষেবার উন্নয়নে নতুন বাস রাস্তায় নামাচ্ছেন।
Helicopter Tour To Kanchenjungha Sandakphu: হেলিপোর্টে একাধিক হেলিপ্যাড তৈরি করা হবে। সেজন্য সেখানে একাধিক ল্যান্ডিং ব্লক তৈরি করা হবে।পাশাপাশি এখানে হোটেল থেকে শুরু করে অন্যান্য পরিষেধাও থাকবে। ক্যাফেটেরিয়া ও বিনোদনের বন্দোবস্ত করা হবে।
Doklam Tourism Spot: সিকিম প্রশাসন সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭৮০ ফুট উচ্চতায় মালভূমি ডোকালামের জন্য নতুন রাস্তা তৈরি, গাড়ি রাখার জায়গা তৈরির কাজে চালু হচ্ছে শীঘ্রই। আগামী দেড় মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
পুজোর ছুটি হোক বা বড়দিনের ছুটি, সিকিম বেড়াতে গেলে গ্যাংটক, ছাঙ্গু, নাথু লা, পেলিংয়ের বাইরে কোথাও ঘুরে আসুন। সেরা কিছু স্বর্গীয় অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখে আসুন। এর মধ্যএ নবতম সংযোজন সোরেঙ। অনেকে এর খোঁজ এখনও পাননি। এছাড়াও রয়েছে ভারেঙ, বার্সে, এখান থেকে সীমান্ত পেরোলেই পশ্চিমবঙ্গের সামানদেন। সামানদেন 'সাইলেন্ট ভ্যালি' নামেও খ্যাত।
Monsoon Tourism Festival 2025 August: বর্ষার ডুয়ার্সেও যাতে পর্যটকদের কমতি না-হয় সে জন্য গত বছর থেকেই ডুয়ার্স মনসুন ট্যুরিজম ফেস্টিভাল শুরু হয়। দ্বিতীয় বছরে সেটাই হতে চলেছে আরও জমকালো।