scorecardresearch
 
Advertisement
পর্যটন

Photos: রাবণের প্রাসাদ ছিল এইখানেই! আজও গেলে দেখতে পাবেন

এই স্থানেই এক কালে লঙ্কাপতি রাবণের স্বর্ণ প্রাসাদ ছিল
  • 1/7

রাবণের প্রাসাদটি কেমন ছিল? এখানে গেলে আজও দেখতে পাবেন। বলা হয়, এই স্থানেই এক কালে লঙ্কাপতি রাবণের স্বর্ণ প্রাসাদ ছিল।  
 

লঙ্কায় রাবণের প্রাসাদ
  • 2/7

লঙ্কায় রাবণের প্রাসাদ। রামায়ণে পড়ে বা পর্দায় দেখে অনেকেই কল্পনা করেছেন। কিন্তু এটি বাস্তবে দেখা যেতে পারে। তার জন্য খুব বেশি কষ্টও করতে হবে না। ফাইল ছবি: এএফপি

শ্রীলঙ্কায় রাবণের সেই প্রাসাদ রয়ে গিয়েছে
  • 3/7

কিন্তু বাস্তবে আজও শ্রীলঙ্কায় রাবণের সেই প্রাসাদ রয়ে গিয়েছে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রাসাদ।  
 

Advertisement
জায়গাটির নাম সিগ্রিয়া
  • 4/7

রাবণের প্রাসাদ যেখানে রয়েছে সেই জায়গাটির নাম সিগ্রিয়া। সেখানে চারদিকে বন। মাঝে দাঁড়িয়ে একটি বিশাল পর্বত শিলা। 
 

লঙ্কাপতি দশানন রাবণের মহল
  • 5/7

এই বিশাল পর্বত শিলাতেই এক সময়ে প্রাসাদ ছিল লঙ্কাপতি দশানন রাবণের মহল ছিল বলে লোকমতে প্রচলিত। 
 

বিশ্ব থেকে হাজার-হাজার পর্যটক এখানে ছুটে আসেন
  • 6/7

শ্রীলঙ্কা এমনিতে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য পরিচিত। বিশ্ব থেকে হাজার-হাজার পর্যটক এখানে ছুটে আসেন।
 

রাবণের প্রাসাদটিও অবশ্যই দেখে আসা উচিৎ
  • 7/7

ভারত থেকেও অনেকে শ্রীলঙ্কা বেড়াতে যান। শ্রীলঙ্কায় বেড়াতে গেলে তাই এই রাবণের প্রাসাদটিও অবশ্যই দেখে আসা উচিৎ। 
 

Advertisement