Advertisement
লাইফস্টাইল

Winter Vacation Tourist: শীতে উত্তরবঙ্গ ঘোরার সেরা ১০ জায়গা, খরচও কম অনেকেই জানে না

সুনতালেখোলা, জলপাইগুড়ি
  • 1/10

সুনতালেখোলা, জলপাইগুড়ি
সুনতালেখোলা ডুয়ার্সের অন্যতম মনোরম টুরিস্ট স্পট। জলপ্রপাত, ঘন জঙ্গল আর পাহাড়ি নদীর কলকল শব্দে তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। সূর্যের আলো ছায়ায় খেলা করা বনপথে হাঁটলে মনও শান্ত হয়, শরীরও চাঙা হয়। শীতে এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে।

 

জলদাপাড়া ন্যাশনাল পার্ক, মাদারিহাট
  • 2/10

জলদাপাড়া ন্যাশনাল পার্ক, মাদারিহাট
জলদাপাড়া ন্যাশনাল পার্ক উত্তরবঙ্গের বন্যপ্রাণ প্রেমীদের প্রথম পছন্দ। এখানে হাতি সাফারির অভিজ্ঞতা একবার নিলে ভুলবেন না। শীতকালে জঙ্গল তুলনামূলক কম ঘন হয়ে আসে, ফলে গণ্ডার, হাতি, চিতা থেকে শুরু করে নানা প্রাণী খুব সহজে দেখা যায়।

রোহিনী লেক, শিলিগুড়ি
  • 3/10

রোহিনী লেক, শিলিগুড়ি
শিলিগুড়ির রোহিনী লেক শীতের সময় পর্যটকের ভিড়ে জমজমাট। নীল পাহাড়, ছায়াময় পাইনবন আর ঠান্ডা বাতাস মিলিয়ে এখানে তৈরি হয় নীরব আর আরামদায়ক পরিবেশ। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে বসে কফির কাপ হাতে প্রকৃতি দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য আদর্শ জায়গা।

Advertisement
রসিক বিল, কোচবিহার
  • 4/10

রসিক বিল, কোচবিহার
পাখিপ্রেমীদের কাছে রসিক বিল শীতের পবিত্র তীর্থক্ষেত্র। হিমালয়ের কোল থেকে নেমে আসা পরিযায়ী পাখিদের দেখা মেলে ডিসেম্বর-জানুয়ারি জুড়ে। বিশাল জলাশয়, নৌকাভ্রমণ আর নীরব প্রকৃতি মনকে প্রশান্ত করে। সূর্যাস্তের সময় রসিক বিলের সৌন্দর্য আরও বেড়ে ওঠে।

গরুমারা ন্যাশনাল পার্ক, জলপাইগুড়ি
  • 5/10

গরুমারা ন্যাশনাল পার্ক, জলপাইগুড়ি
ডুয়ার্সের ঘন জঙ্গলে ছড়িয়ে থাকা গরুমারা ন্যাশনাল পার্ক মূলত এক শৃঙ্গী গণ্ডারের জন্য বিখ্যাত। শীতকালে এখানে হাতি, গাউর, হরিণ ও নানা প্রজাতির পাখি সহজেই চোখে পড়ে। নদীভরা গ্রাসল্যান্ড আর নিরাপদ জিপ সাফারি মিলিয়ে পরিবার সহ ভ্রমণের জন্য অসাধারণ একটি জায়গা।

বক্সা জাতীয় উদ্যান, কোচবিহার
  • 6/10

বক্সা জাতীয় উদ্যান, কোচবিহার
অলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ শীতের সময় ভ্রমণপ্রিয়দের ভিড়ে মুখর। ঘন স্যাল বন, পাহাড়ি পথ, ট্রেকিং রুট আর দুর্গের ধ্বংসাবশেষ মিলিয়ে বক্সা বহু রহস্য লুকিয়ে রেখেছে। বন্যপ্রাণের দেখা মিললে শীতের জঙ্গল আরও জীবন্ত হয়ে ওঠে।

আদিনা পার্ক, মালদা
  • 7/10

আদিনা পার্ক, মালদা
ঐতিহাসিক মালদার আদিনা পার্ক শুধুই পিকনিক স্পট নয়, এটি বড় আকারের একটি বায়োডাইভার্সিটি জোনও। শীতে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। বিশাল সবুজ মাঠ, পুরনো ইটের স্থাপত্য আর পরিষ্কার পরিবেশ মিলিয়ে এর আকর্ষণ আরও বাড়ে।

Advertisement
দোগাছি অভয়ারণ্য, বালুরঘাট
  • 8/10

দোগাছি অভয়ারণ্য, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুরের দোগাছি অভয়ারণ্য তুলনামূলকভাবে কম পরিচিত হলেও শীতে এখানে পাখি ও ছোট বন্যপ্রাণের অভাব নেই। প্রশস্ত মাঠ, লেক আর ঘন সবুজ গাছপালা মিলিয়ে এটি পরিবার-বান্ধব একটি শান্তিপূর্ণ ভ্রমণস্পট।

জয়ন্তী অভয়ারণ্য, কোচবিহার
  • 9/10

জয়ন্তী অভয়ারণ্য, কোচবিহার
বক্সার সবুজ পাহাড়ের কোলে জয়ন্তী অভয়ারণ্য শীতকালীন ভ্রমণের জন্য আদর্শ। জয়ন্তী নদীর শুকনো পাথুরে চর আর গভীর বন মিলিয়ে তৈরি হয়েছে এক অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। বন্যপ্রাণ দেখা মিলবে ভাগ্য ভালো হলে, তবে প্রকৃতির নীরবতা যে কোনও পর্যটককে মুগ্ধ করবে।

রকি আইল্যান্ড, জলপাইগুড়ি
  • 10/10

রকি আইল্যান্ড, জলপাইগুড়ি
মাঝে মাঝে তীব্র গতির জলধারার পাশে বড় বড় পাথরের সমারোহ দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক শিল্পমঞ্চ। তিস্তা নদীর ধারে রকি আইল্যান্ড ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। শীতের রাতে নদীর ধারে আগুন জ্বালিয়ে সময় কাটানোর জনপ্রিয় স্থান এটি। পরিবার বা বন্ধুরা মিলিয়ে উপভোগ করা যায় প্রকৃতির নিস্তার।

Advertisement