Advertisement
লাইফস্টাইল

Sikkim Snowfall Today: রাজ্যে তাপপ্রবাহ, সিকিমে তুষারপাত-শিলাবৃষ্টি, উচ্ছ্বাস পর্যটকদের

  • 1/10

তুষারে ঢাকল সিকিমের একাধিক এলাকা। রবিবার দুপুর থেকেই বরফ পড়তে শুরু করে বিভিন্ন এলাকায়।

  • 2/10

আজ সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন উচ্চভূমি এলাকায় হঠাৎ করে তুষারপাত ও শিলাবৃষ্টি দেখা দিয়েছে। 

  • 3/10

ইয়ুমথাং ভ্যালি, লাচুং, ছাঙ্গু লেক, এবং নাথুলা পাসের মতো জনপ্রিয় এলাকাগুলোতে এই আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ

Advertisement
  • 4/10

কইসঙ্গে পাকইয়ং, কার্থিক, নোয়াপ গাঁও, দিকলিং, পচে এবং মামরিং অঞ্চলেও শিলাবৃষ্টির খবর মিলেছে।

  • 5/10

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের গ্যাংটক কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ বুলেটিন অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিকিমের গ্যাংটক ও মঙ্গান জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

  • 6/10

এই আকস্মিক তুষারপাত এবং শিলাবৃষ্টির ফলে পর্যটকদের মধ্যে দারুণ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। 

  • 7/10

সামাজিক মাধ্যমে সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রের তুষারাবৃত দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। অনেকে এই দৃশ্যের সাক্ষী হতে সিকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

Advertisement
  • 8/10

তবে প্রশাসন পর্যটকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকাগুলিতে ভ্রমণের সময় স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • 9/10

আগামী কয়েকদিন আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

  • 10/10

২০২৪ সালের ডিসেম্বরে সিকিমের ইয়ুমথাং এবং লাচুং এলাকায় বড় মাত্রার তুষারপাত হয়েছিল, যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল এবং প্রশাসন পর্যটকদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল।

Advertisement