মরশুমে এর আগে একবার তুষারপাত হয়েছিল। ফের তাপমাত্রা হুহু করে নামতেই তুষারে ঢাকা পড়ে গেল দার্জিলিং-সিকিম। সোমবার সিকিমের পর মঙ্গলবার দার্জিলিংয়ের উঁচু অংশে তুষারপাত হয়েছে।
আর সে খবর ছড়িয়ে পড়তেই পাহাড়মুখী জনতা। আরও দু'তিনদিন দার্জিলিংয়ে আবহাওয়া এমন থাকবে বলে আপাতত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তাতে ফের তুষারপাত হতে পারে।
তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও টুমলিংয়ে। দার্জিলিংয়েও হাড় হিম করা ঠান্ডা। শুধু দার্জিলিং নয়, লাগেয়া শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জেলা ঠান্ডায় কাঁপছে। জবুথবু উত্তরবঙ্গের অন্যান্য এলাকাও।
এদিন পূর্ব সিকিমের ছাঙ্গুতেও তুষারপাত হয়েছে। সাদা তুষারের চাদরে ঢেকেছে ছাঙ্গুর একাধিক এলাকা। এই সময় পাহাড়ে প্রচুর ভিড় রয়েছে। পর্যটকরা এখন তুষারপাতের এলাকাগুলিতে ছুটতে চাইছেন। তবে চাইলে হবে না, আগে থেকে বুকিং না থাকলে সেখানে জায়গা মিলছে না। তবে অনেকেই গাড়ি নিয়ে ঘুরে চলে
যে পর্যটকরা আগে থেকেই সেখানে ঘুরতে গিয়েছিলেন, তাঁরা স্বাভাবিকভাবেই দারুণ খুশি। তুষারপাত পেয়ে যাওয়ায় তাঁরা হাতে চাঁদ পেয়েছেন। যেন জীবনের ভ্রমণ তৃষ্ণা নিবৃত্ত হয়েছে।
মরশুমে প্রথম এক অঙ্কে ঠেকল উত্তরের তাপমাত্রা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে গত বছরকে পিছিয়ে দিয়ে পারদ চেপেছে ৯-এর ঘরে। আগামী দু’দিন দার্জিলিয়ের উঁচু এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।