Advertisement
লাইফস্টাইল

Manali Winter: সুইত্‍জারল্যান্ড ঠেক পাবে না, মানালিতে আজ ভোরে মুগ্ধ পর্যটকরা, ছবিগুলি VIRAL

এখন নতুন ফ্যাশন বিদেশ ভ্রমণ
  • 1/8

এখন নতুন ফ্যাশন বিদেশ ভ্রমণ। বর্তমানে উঠল বাই আর কটক নয়, সোজা কানাডা যাই গোছের হাভভাব। যদিও ঘরের পাশে, আমাদের দেশেই এমন অনেক জায়গা রয়েছে, যা বিদেশের যে কোনও পর্যটন স্থলকে হার মানিয়ে দেয়।

এই যেমন শীতের শুরু থেকেই সেজে উঠেছে মানালি
  • 2/8

এই যেমন শীতের শুরু থেকেই সেজে উঠেছে মানালি। সাদা বরফের চাদর গায়ে চাপিয়ে শীত ঘুমে গিয়েছে সামনের সব পাহাড়। গাছগুলি থেকে ঝরে গিয়েছে পাতা। মাইনাসে থাকা তাপমাত্রায় রাস্তার ধারে জমে গিয়েছে বরফ।

সোনালি রং মেখে নিচ্ছে সাদা বরফ
  • 3/8

সামনের পাহাড়ের উপর যখন সকালের সূর্যের প্রথম কিরণ এসে পড়ছে, তখন সোনালি রং মেখে নিচ্ছে সাদা বরফ। এই দৃশ্য যে একবার দেখলে সারাজীবন ভোলা যাবে না।

Advertisement
বেলা একটু বাড়তেই সোনালি রং উবে যাচ্ছে
  • 4/8

বেলা একটু বাড়তেই সোনালি রং উবে যাচ্ছে। তখন ঝকঝক করছে চারদিক। সামনের পাহাড়ে তখন শুধু সাদা বরফ। সেই দৃশ্য দেখেও আপনার মনে কবিত্ব উঁকি দিতে পারে। 

একবারে অন্যরকম একটা সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন
  • 5/8

তাই এই সময় যাঁরা মানালিতে রয়েছেন, তাঁরা একবারে অন্যরকম একটা সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন। জীবনে এই ধরনের অভিজ্ঞতা খুব বেশি হয় না।

মানালি এবং সনগ রোডের উপর দিয়ে যাওয়ার সময় অপূর্ব সব দৃশ্য দেখতে পাচ্ছেন
  • 6/8

পর্যটকরা মানালি এবং সনগ রোডের উপর দিয়ে যাওয়ার সময় অপূর্ব সব দৃশ্য দেখতে পাচ্ছেন। নিজের পছন্দের কোনও জায়গা এলেই দাঁড়িয়ে তুলে ফেলছেন ছবি। সেই ছবি দিয়ে চলছে স্টেটাস আপলোড।  

মানালির তাপমাত্রাও এখন সেরার সেরা
  • 7/8

পাশাপাশি মানালির তাপমাত্রাও এখন সেরার সেরা। এখানকার তাপমাত্রা রয়েছে মাইনাসে। আর সেই ঠান্ডাও উপভোগ করছেন পর্যটকেরা। একবারে জবুথবু অবস্থা যাাকে বলে।

Advertisement
প্ল্যান করুন ভারতেরই মানালি যাওয়ার
  • 8/8

তাই এবার আর বাইরে না, বরং প্ল্যান করুন ভারতেরই মানালি যাওয়ার। সেখানে গিয়ে এই অদ্ভুত সৌন্দর্যের সাক্ষী থাকুন। গ্যারান্টি দিচ্ছি আপনি সারাজীবনে এই অভিজ্ঞতা ভুলতে পারবেন না।

Advertisement