scorecardresearch
 
Advertisement
পর্যটন

Night Jungle Safari: গা-ছমছমে এই ৪ জঙ্গলে রাতেও সাফারির সুযোগ, পুজোয় ঝুঁকি নেবেন নাকি?

নাইট সাফারি
  • 1/10

Night Jungle Safari: দুর্গাপুজো (Durga Puja 2023) দোরগোড়ায়। বাকি আর মাত্র এক মাস। যাঁরা ঘুরতে যাওয়ার বিষয়টি প্ল্যান করছেন, তাঁরা ইতমিধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অনেকেই পুজোর ছুটিতে বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারির পরিকল্পনা করে রেখেছেন। বেশিরভাগ জঙ্গলেই জঙ্গল সাফারি দিনের আলোতেই হয়। তবে কয়েকটি জঙ্গলে রাতেও সাফারি করা যায়।

 

নাইট সাফারি
  • 2/10

রাতে বন্য জন্তু জানোয়ারদের অবাধ বিচরণ থাকে। তাই এই সাফারি অনেক বেশি ভীতিপ্রদ ও অ্যাডভেঞ্চারাস। রাতের গা ছমছমে অভিজ্ঞতায় যাঁরা সাফারি করতে চান, যাঁরা অ্যাডভেঞ্চার প্রিয়, সেই সব মানুষরা যদি জীবজন্তুর কর্মকাণ্ড লেন্সবন্দি করতে চান, তাঁরা রাতে ঘুরে দেখতে পারেন এই ৪ জাতীয় উদ্যান।
 

নাইট সাফারি
  • 3/10

১. বান্ধবগড় জাতীয় উদ্যান-

এই জঙ্গলের নাইট সাফারিও খুবই জনপ্রিয়। স্লথ বিয়ার, চিতাবাঘ, বেঙ্গল টাইগার, এশিয়াটিক শিয়ালের মতো বন্যজন্তু দেখতে পাবেন রাতের অন্ধকারে। অক্টোবর থেকে বান্ধবগড়ে নাইট সাফারি শুরু হয়ে যায়। তবে, এই জাতীয় উদ্যানে এপ্রিল ও মে মাস নাইট সাফারির জন্য সেরা।

 

 

Advertisement
নাইট সাফারি
  • 4/10

বান্ধবগড় ৩৭টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৫০ প্রজাতির পাখি এবং ৮০ রকমের প্রজাপতি ও সরীসৃপের বাসস্থান। এছাড়া বাঘ দেখতে হলে একবার বান্ধবগড়ে জঙ্গল সাফারি করা দরকার। একইভাবে,

নাইট সাফারি
  • 5/10

২. কানহা জাতীয় উদ্যান- কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের সাতপুরা অঞ্চলে ৯৪০ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। দিনের আলোয় কানহায় জঙ্গল সাফারি খুবই জনপ্রিয়। তবে রাতের অন্ধকারে এই জাতীয় উদ্যানে সাফারির সুবিধা রয়েছে। মুক্কি বাফার জোনে এই নাইট সাফারি করা হয়।

 

নাইট সাফারি
  • 6/10

এই সাফারিতে বাঘ থেকে হরিণ সবই দেখতে পাবেন। সন্ধে ৭.৩০টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত। অক্টোবরের মধ্যভাগ থেকে জুন মাস পর্যন্ত কানহাতে নাইট সাফারি করতে পারবেন। 

নাইট সাফারি
  • 7/10

৩. তাদোবা-আন্ধারি জাতীয় উদ্যান-

তাদোবা জাতীয় উদ্যানে নাইট সাফারির সুবিধা রয়েছে। ১৯০ প্রজাতির পাখি, ৭০ প্রজাতির প্রজাপতি ও সরীসৃপের বাস। তবে, এখানে জঙ্গল সাফারিতে গেলে আপনি বাঘ, স্লথ বিয়ারও দেখতে পাবেন।

 

 

Advertisement
নাইট সাফারি
  • 8/10

সন্ধে ৭টা থেকে নাইট সাফারি শুরু হয়। শেষ হয় রাত ১০টায়। বান্ধবগড়ের মতই তাদোবাতে অক্টোবর থেকে নাইট সাফারি শুরু হলেও, এপ্রিল-মে মাসে সেরা অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।

নাইট সাফারি
  • 9/10

৪. পেঞ্চ জাতীয় উদ্যান- টিকাদি বাফার জ়োনে নাইট সাফারি হয়, যেখানে আপনি বন্য শূকর, শিয়াল থেকে শুরু করে বাঘ, হায়না, বন্য কুকুর দেখতে পারেন। ভাগ্য ভাল থাকলে দেখতে পারেন কাঠের পেঁচা, যা প্রায় বিলুপ্তির পথে। অক্টোবরের মধ্যভাগ থেকে জুন মাস পর্যন্ত এখানে নাইট সাফারি হয়।

নাইট সাফারি
  • 10/10

দিনের আলোয় পেঞ্চ জাতীয় উদ্যানে ঘুরে দেখতে পারেন। নানা রকমের গাছপালা দেখতে পারেন। দিনের আলোয় এখানে তেমন প্রাণীর দেখা মেলে না। তবে কপাল ভাল থাকলে পেতেও পারেন। তবে জীবজন্তু দেখতে হলে সন্ধে ৭.৩০ থেকে রাত ১০ পর্যন্ত নাইট সাফারি করুন।

 

ছবি সৌজন্য- ইন্ডিয়া টুডে ও আইস্টক

Advertisement