Advertisement
লাইফস্টাইল

Weekend Tour from Kolkata: কালনায় কী কী আছে জানেন? কয়েকশো বছরের প্রাচীন সব স্থাপত্য গায়ে কাঁটা দেবে

অম্বিকা কালনা
  • 1/10

Weekend Tours From Kolkata: বাংলার প্রাচীনতম নগরীর মধ্যে অম্বিকা কালনা অন্যতম। কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টার দূরত্বে এই প্রাচীন নগরীই হতে পারে আপনার উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন। বিশেষত, বাংলার ইতিহাস, স্থাপত্য এবং মন্দিরের অনুরাগী হলে এখানে একবার হলেও আপনার যাওয়া চাই-ই চাই।

আর্কিওলজিক্যাল সার্ভে
  • 2/10

অম্বিকা কালনার অন্যতম আকর্ষণ রাজবাড়ি মন্দির চত্বর। পুরো এলাকাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। মন্দির চত্বরের এক প্রান্তে ১০৮ শিবমন্দির। ১৮০৯ সালে তৈরি এই স্থাপত্যের নাম নবকৈলাস মন্দির।

বৃত্তাকারে
  • 3/10

১০৮ মন্দিরের স্থাপত্যশৈলী বেশ অন্যরকম। দুইটি বৃত্তাকারে মন্দিরগুলি পরপর সাজানো। সবক'টিই একসঙ্গে জোড়া। ৭৪টি মন্দির বহির্প্রান্তে। ৩৪টি অন্দরের বৃত্তে। বাইরের বৃত্তে মন্দিরগুলিতে শুভ্র ও কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ 'অল্টারনেট' করে রয়েছে। ভিতরের বৃত্তে সব শুভ্র শিবলিঙ্গ। এই দুই বর্ণ শিবের সৌম্য ও রুদ্র মূর্তির প্রতীক। মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য রয়েছে। বৃত্তদুটির কেন্দ্রে একটি বাধানো ইঁদারা আছে।

Advertisement
বর্ধমানের মহারাজারা
  • 4/10

এই সমস্ত মন্দিরগুলি ১৭শ থেকে ১৮শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্ধমানের মহারাজার দ্বারা নির্মিত হয়েছিল।

প্রতাপেশ্বর মন্দির
  • 5/10

প্রতাপেশ্বর মন্দির- মন্দির কমপ্লেক্সে প্রবেশের পরেই বাঁ দিকে এই প্রাচীন মন্দিরটি চোখে পড়বে। রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারীকুমারী দেবী ১৮৪৯ খ্রীষ্টাব্দে এর প্রতিষ্ঠা করেন। সেই কারণে অনেকে এটিকে প্যারীকুমারী মঠও বলেন।

স্থাপত্যধারা
  • 6/10

টেরাকোটার কাজ করা এই রাসমঞ্চ বাংলার স্থাপত্যধারার এক দুর্দান্ত নিদর্শন। আদি বাংলার সাহিত্যেও এর উল্লেখ আছে। নীল-দর্পণ খ্যাত দীনবন্ধু মিত্র তার 'সুরধনী' কাব্য গ্রন্থে এই রাসমঞ্চের উল্লেখ করেছেন।

শিবের উপাসক
  • 7/10

বর্ধমানের রাজারা শিবের উপাসক ছিলেন। সেই কারণে কালনায় তাঁরা বহু শিবমন্দির প্রতিষ্ঠা করেছিলেন।

Advertisement
মহিষমর্দিনী ঘাট
  • 8/10

এছাড়া অবশ্যই  সিদ্ধেশ্বরীকালী মন্দির দর্শন করবেন। সিদ্ধেশরী কালীর পূর্ব নাম ছিল অম্বিকা। তাঁর নামানুসারেই এই স্থানের নাম অম্বিকা কালনা। এছাড়া মন্দির চত্বর থেকে টোটো করে মহিষমর্দিনী ঘাটে যেতে পারেন। বেশ সুন্দর। 

অম্বিকা কালনা 
  • 9/10

কীভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরবেন। আড়াই ঘণ্টা সময় লাগবে। অম্বিকা কালনা স্টেশনে নেমে 'চকবাজার'গামী টোটোতে উঠে বলতে হবে 'রাজবাড়ি মন্দির চত্বর যাব'।  

কাটোয়া-হাওড়া
  • 10/10

ফেরার সময় কাটোয়া-হাওড়া লোকাল কোন সময়ে ছাড়বে তা টাইমটেবিলে দেখে প্ল্যান করবেন। নয় তো শিয়ালদা থেকে কাটোয়া লোকালও ধরতে পারেন। ট্রেনে জানলার ধারে বসবেন। কংক্রিট জঙ্গলে থাকা মানুষদের দু'পাশের দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, আমবাগানের দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে।
 

Advertisement