Paragliding Chuikhim: বিপর্যয়ের পাহাড়ে পর্যটকদের জন্য বিকল্প প্যারাগ্লাইডিং ১৭ অক্টোবর থেকে, কোথায়?

Paragliding Resumes In Darjeeling: সমস্ত ঠিক হয়ে গিয়েছে, বন্দোবস্তও পাকা। এবার শুক্রবার থেকে চালু হবে এটি। পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু জানিয়েছেন, জিটিএ-র উদ্যোগে এই বন্দোবস্ত করা হয়েছে। এর ফলে যাঁরা পাহাড়ে ঘুরতে এসে এই অ্যাডভেঞ্চারের খোঁজ করেন তাঁদের জন্য় এটি অত্যন্ত খুশির খবর।

Advertisement
বিপর্যয়ের পাহাড়ে পর্যটকদের জন্য বিকল্প প্যারাগ্লাইডিং ১৭ অক্টোবর থেকে, কোথায়?

Paragliding Resumes In Darjeeling: দীর্ঘ সাত বছর পর দার্জিলিংয়ে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু চালু হয়েছে প্য়ারাগ্লাইডিং। যদিও গতমাসের বিপর্যয়ের পর তা আপাতত বন্ধ রয়েছে। তবে অনেকটা নীচে সমতলের  সঙ্গে যোগাযোগ রেখে জিটিএ ট্যুরিজম। কার্শিয়াংয়ের গিদ্দাপাহাড় থেকে শিলিগুড়ির কাছে রোহিনী পর্যন্ত প্যারাগ্লাইডিং চালু করেছে। তবে তা পাহাড়ের মতো অতোটা জনপ্রিয়তা পায়নি এখনও। বিপর্যয়ের পর অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আগ্রহীদের মন খারাপ। তাঁদের প্রিয় প্যারাগ্লাইডিং করা যাচ্ছে না। তবে তাঁদের জন্য এবার বিকল্প বন্দোবস্ত খুঁজে বের করল পর্যটন সার্কিট। 

চুইখিমে চালু করা হচ্ছে প্যারাগ্লাইডিং। সমস্ত ঠিক হয়ে গিয়েছে, বন্দোবস্তও পাকা। এবার শুক্রবার থেকে চালু হবে এটি। পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু জানিয়েছেন, জিটিএ-র উদ্যোগে এই বন্দোবস্ত করা হয়েছে। এর ফলে যাঁরা পাহাড়ে ঘুরতে এসে এই অ্যাডভেঞ্চারের খোঁজ করেন তাঁদের জন্য় এটি অত্যন্ত খুশির খবর। তিনি জানান, ১৭ই অক্টোবর ২০২৫, হোম খাওয়াস জি-র নেতৃত্বে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞদের নিয়ে প্যারাগ্লাইডিং ইভেন্টটি শুরু করছে। এর মাধ্যমে লুপ রোডের (৭১৭ এ) সৌন্দর্য বৃদ্ধি পাবে।  নদী ক্যানিয়ন ট্রেক এবং টুইন গ্রাম ইয়েলবং এবং প্যারাগ্লাইডিং সহ চুইখিম এখন নতুন অ্যাডভেঞ্চার হাব হতে চলেছে। 

খরচ কত?
খরচ পড়বে রাইড প্রতি ২৫০০ টাকার মতো। প্রশিক্ষণপ্রাপ্ত দুজন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। পর্যটনের মরশুমে রোজই এই পরিষেবা চালু থাকছে।

২০১১ সালে দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিং চালু হয়। কয়েক বছরের মধ্যে সেটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে ২০১৭ সালে গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে ফের হিংসাত্মক আন্দোলন শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় প্যারাগ্লাইডিং। কাল‌িম্পংয়ের ডেলোয় আপাতত প্য়ারাগ্লাইডিং চালু রয়েছে। ২০১৮ সালে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক পর্যটকের। তারপর কিছুদিন এই পরিষেবা বন্ধ করেছিল জিটিএ। পরবর্তীতে বাছাই করে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজনকে নিয়ে ফের চালু করার অনুমতি দেয় জিটিএ’র পর্যটন বিভাগ।

 

POST A COMMENT
Advertisement