৫০ হাজার নিয়ে গেলে কোটি টাকার বিনোদন, এই বিদেশে ভারতীয়দের দারুণ ফূর্তিLaos Cheap Travel: বিদেশে বিলাসবহুল জীবনযাপন মানেই মোটা বাজেট। এই ধারণা ভারতীয় ভ্রমণপ্রেমীদের অনেকেরই। কিন্তু লাওস সেই ধারণা মুহূর্তে বদলে দিতে পারে। কারণ মাত্র ৫০,০০০ টাকা নিয়েই সেখানে পৌঁছনো মাত্র আপনি হয়ে উঠতে পারেন ‘কোটি-পতি’! সস্তা মুদ্রা, শান্ত পরিবেশ, প্রকৃতির মনোরম সৌন্দর্য আর বাজেট-ফ্রেন্ডলি লাইফস্টাইল, সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি এখন ভারতীয়দের অন্যতম পছন্দের অফবিট গন্তব্য।
লাওসের মুদ্রা ‘লাও কিপ’। বর্তমানে ১ ভারতীয় টাকার মূল্য প্রায় ২৪৩ কিপ। ফলে ৫০ হাজার টাকা নিয়ে লাওসে নামলেই আপনার হাতে চলে আসে প্রায় ১কোটি ২১ লক্ষ কিপ। কেনাকাটা থেকে খাবার, সবই এত সস্তা যে ভারতীয় পর্যটকদের কাছে এটি যেন একপ্রকার ‘লাক্সারি ট্র্যাভেলের লটারি’। তবে এখানকার লেনদেনের বড় অংশই এখনও ক্যাশ-নির্ভর। লাও কিপ থাকলেও মার্কিন ডলার ও থাই বাত বহু জায়গায় প্রচলিত। শহরে কার্ডের ব্যবহার বাড়লেও গ্রাম, বাজার ও স্ট্রিটফুডের ক্ষেত্রে নগদই ভরসা।
রহস্যময় পাহাড়, কুয়াশায় মোড়া সকাল, শান্ত রাস্তা আর সস্তা আবাসন, লাওসে যাত্রীরা খুব কম খরচেই প্রিমিয়াম ট্র্যাভেল অভিজ্ঞতা পেয়ে যান। সাধারণ ও পরিষ্কার হোটেল মিলবে মাত্র ১,০০০-২,৫০০ টাকার মধ্যে। রাস্তার ধারের খাবার ৪০-৫০ টাকায়ই পেট ভরিয়ে দেবে। পরিবহণও অত্যন্ত সস্তা, ফলে বাজেট ট্রাভেলারদের কাছে লাওস সত্যিই ‘হিডেন জেম’।
ভারতের সঙ্গে লাওসের সম্পর্কও বেশ পুরনো। ঐতিহাসিকভাবে বলা হয়, প্রাচীন সময়ে ভারত থেকে বহু মানুষ পূর্বাঞ্চল পেরিয়ে বর্তমান লাওস অঞ্চলে বসতি গড়েছিলেন। সেই কারণে এখানকার বহু মানুষ নিজেদের সাংস্কৃতিক শিকড়কে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত বলে মনে করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে লাওসই একমাত্র দেশ যার সমুদ্রতট নেই, তবুও মিলিয়ন-ডলার অভিজ্ঞতা হাতের মুঠোয় এনে দেয় তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত জীবনযাত্রা। সহজ ভিসা, কিফায়তি ভ্রমণ এবং মনভোলানো পরিবেশ সব মিলিয়ে ভারতীয় ভ্রমণার্থীদের কাছে লাওস এখন এক বাজেট-ফ্রেন্ডলি স্বর্গ।