Advertisement

Rajabhatkhawa Tourism: জমাটি খানাপিনার সঙ্গে বন্যপ্রাণ দেখার সুযোগ, রাজাভাতখাওয়ায় খুলল রেল কোচ রেস্তোরাঁ

দীপাবলিতে রাজভাতখাওয়া ঘুরতে গেলে পর্যটকরা বাড়তি আমেজ পাবেন। বিশেষ করে যাঁরা ভোজনরসিক, তাঁদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেলে। তিস্তা নদীর পূর্ব দিকে ডুয়ার্সের প্রথম রেল কোচ (Rail Coach) রেস্তোরাঁ (Restaurant) চালু হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায়। রাজাভাতখাওয়া স্টেশনের (Rajabhatkhaoya Station) ঠিক বাইরেই রেলের বাতিল একটি কামরাকে সাজিয়ে রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে। ওই রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন করেন আলিপুরদুয়ারের ডি.আর.এম আমরজিত গৌতম সহ রেলের অন্যান্য আধিকারিকরা। এই এলাকায় প্রায়ই হাতির দল ঘুরে বেড়ায়। তাই খেতে খেতে কোনও দিন দেখা হয়ে যেতে পারে তাদের সঙ্গে। সঙ্গে হরিণ, ময়ুর, সম্বর সহ অন্যান্য় প্রাণী তো আছেই। ভারতীয় খাবারের পাশাপাশি চাইনিজ, কন্টিনেন্টাল খাবার থাকছেই।

Advertisement
POST A COMMENT