চলতি আর্থিক বছরে আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে দিল দার্জিলিংয়ের টয়ট্রেন। নয়া রেকর্ড গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway)। টয়ট্রেনের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ রাজস্ব অর্জনের রেকর্ড করেছে তারা। যা সামনে আসাতে খুশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। টয়ট্রেনের নানা পরিষেবা বাড়ানোতেই এই আয় বলে জানিয়েছেন রেল কর্তারা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NF Railway) ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) এই আর্থিক বছরে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ডিএইচআর-এর ইতিহাসে সর্বোচ্চ উপার্জন এবং যাত্রীদের সংখ্যা চিহ্নিত করেছে। ডিএইচআর আগের সমস্ত রেকর্ড অতিক্রম করে প্রায় ১৭.৩ কোটি টাকার এখন পর্যন্ত সর্বোচ্চ রাজস্ব অর্জনের রেকর্ড করেছে।