Advertisement

Fish Skin On Human: মানুষের পোড়া শরীরে তেলাপিয়া মাছের চামড়া!

তেলাপিয়া মাছের চামড়া বসানো হচ্ছে মানুষের শরীরে। নাহ! এটা ভাবার কোনও কারণ নেই। সাধারণ অবস্থায় শখ করে এটা করা হচ্ছে। শরীরের পোড়া অংশ মেরামতে মূলত এই পদ্ধতি ব্যবহার করে সাফল্য এসেছে ব্রাজিলে। চিকিৎসকরা এটিকে একটি অভূতপূর্ব সাফল্য হিসাবেই দেখা গিয়েছে। মানুষের শরীরের পোড়া অংশ মেরামতিতে তেলাপিয়া মাছের চামড়া কেন ব্যবহার করা হচ্ছে? জানা গিয়েছে, এই তেলাপিয়া মাছের চামড়ায় কোলাজেন ১ নামে উপকরণ বেশি মাত্রায় থাকে। এছাড়া এই মাছের চামড়া প্রসারিতও হয় বেশি পরিমাণে। তেলাপিয়ার চামড়ার গঠন মানুষের ত্বকের মতোই। ফলে তেলাপিয়ার চামড়া দিয়ে স্কিন গ্রাফটিং করলে তা অনেকটাই আদর্শ প্লাস্টারের মতোই কাজ করে।

Fish Skin Used To Heal Burns

Advertisement