বাংলাদেশে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ পরিমাণ। শুধু ইলিশই নয়, সঙ্গে বেড়েছে সামুদ্রিক অন্যান্য মাছের পরিমাণও। ফলে বাংলাদেশ সরকারের রাজস্বের পরিমাণও বেড়ে গিয়েছে কয়েকগুণ। বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে এ তথ্য মিলেছে। আর সে খবর এপার বাংলায় আসতেই বুক বাঁধছে কলকাতা থেকে শিলিগুড়ি। আশা কিছু পরিমাণ মাছ, প্রধানত ইলিশই কাঁটাতার পেরিয়ে আসবে এ রাজ্যের বাজারগুলিতে।
Hilsa production doubled in bangladesh, west bengal waiting for silver crops