এপিজে আবদুল কালাম মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মতো মানুষও বিরল। সন্তানকে কীভাবে মানুষের মতো মানুষ করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন কালাম। অভিভাবকরা কালামের দেওয়া পরামর্শ মানলে সন্তান জীবনে সফল হবেন। মানুষের মতো মানুষ হবেন। ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্তই সন্তানকে মানুষ করার সময়। সেই সময় তাঁকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। তিনি জানিয়েছিলেন, সংবেদনশীল শিশুকে সহানুভূতিশীল করুন। তাঁকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করুন। শিশুদের সামনে মা-বাবার কখনও কটূকথা বা ঝগড়া করা উচিত নয়। সেই আচরণ তারা শিখে ফেলবে। তিনি আরও কী জানিয়েছেন জানুন।