Advertisement

Mango Eating Tips: আমের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি

গ্রীষ্ণের দাবদাহে রসালো মিষ্টি আম আপনার শান্তি এনে দেবে। গরমকাল অনেকের অপ্রিয় হলেও আমের জন্য এই মরশুম চুপ করে সহ্য করে নেন। আমের সঙ্গে প্রাণের টান যাঁদের, সারা বছর অপেক্ষা করেন এই মরসুমের জন্য। সকাল, দুপুরে এমনকি রাতেও আম খান অনেকে। আম খেলে মন এবং শরীর দুটোই ভাল থাকে। তবে এমন কিছু খাবার আছে যা আমের সঙ্গে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের।

Advertisement
POST A COMMENT