প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর জন্মদিন আগামী ১৮ জুন। এবার শতবর্ষে হতে চলেছে তাঁর। তবে ১০০ বছর বয়স হলেও হীরাবা মোদী (Hiraben Modi) সম্পূর্ণ সুস্থ। ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে গান্ধীনগরে থাকেন হীরাবা। বাড়িতে তিনি এখনও কোনওরকম সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারেন এবং সমস্ত কাজ নিজেই করেন।
Narendra Modi's mother Hiraben in the centenary